
অবশ্যই বাংলাদেশি কারন একজন ভারতীয় বাঙালি ভারতীয়ই বলেন , একজন ইংল্যান্ড এর লোককেই ইংরেজ বলে , এমেরিকান হইলে এমেরিকান ।

আমরা বাংলাদেশী বাঙালি।

bangladeshi

আমরা বাঙালি এবং বাংলাদেশী

Amra Bangladeshi

we r bangladeshi.

আপনার মাতৃভাষা বাংলা হলে আপনি বাঙালি। আপনি বাংলাদেশের নাগরিক হলে আপনি বাংলাদেশী। একজন মানুষ একইসঙ্গে বাঙালি ও বাংলাদেশী হতে পারেন। যে মানুষ বাংলাদেশের নাগরিক এবং বাংলা ভাষা যার মাতৃভাষা, তিনি একই সঙ্গে বাঙালি এবং বাংলাদেশী। বাংলাদেশী হবার পরও একজন বাঙালি না হতে পারেন। যেমন- বাংলাদেশী আদিবাসীরা। একজন মানুষ বাংলাদেশী না হয়েও বাঙালি হতে পারেন। যেমন- পশ্চিমবঙ্গের বাঙালিরা।

আমরা সবার আগে বাংলাদেশি, এরপরে যার যার নিজস্ব কালচার আমাদের যেভাবে চিহ্নিত করে। সবার আগে বাংলাদেশের মানুষ, তারপরে বাঙ্গালি, মারমা, চাকমা, মুরং কিংবা সাওতাল।

Bangladeshi

অনেকের মত আপনিও যদি মনে করেন বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য তাহলে নিজেকে বাঙ্গালি ভাবতে পারেন, আর না হলে আমরা বাংলাদেশি এতে কনো সন্দেহ নেই।

"নিজেকে ভালবাসার মধ্য দিয়ে আমরা দেশকে ভালবাসতে শুরু করি ... আর যাদের আত্মসম্মান বোধ নেই তারা দেশতো দুরের কথা অন্য কাউকেই ভালবাসতে পারে না. আর সেই সব মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে"

বর্তমানে আমাদের অনেকেই দেশে এবং বিদেশে আইডেন্টিটি ক্রাইসেসে ভুগতেছেন। আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা অসুস্থ্যতার লক্ষন। মানুষর মত দেখতে হলেই সবাই সৎ মানুষ নয়, তারাই বিভিন্ন ধরনের সমস্যায় বেশী ভোগে। প্রত্যেক সাধারণ মানুষকে কমপক্ষে সত্যবাদী ও সুশিক্ষিত হতে হয় অন্যথায় জীবনে বিভ্রান্তি আসতে পারে। আমাদের দেশে আছে বিভিন্ন জাতি বা নৃ-গোষ্ঠি। যেমন- বাংগালী হিন্দু, শাওতাল হিন্দু, বাংগালী খৃষ্টান, খাসিয়া খৃষ্টান, বাংগালী মুসলমান, বিহারী মুসলমান। এই স্বাধীন বাংলায়, আমি নিজেকে একজন বাংলাদেশী বাংগালী-মুসলমান বলে পরিচয় দিতেই সাচ্ছন্দ বোধ করি।

বাংলাদেশের পাসপোর্ট আছে যার সেই বাংলাদেশি, বাঙালি না। তবে আমরা বাংলা ভাষী মানুস । ১ সময় যখন বিতিস রা ছিল থখন হিন্দু রা বাঙালি বলে পরিচয় দিত। আর আমাদের মুসলিম দের মহামেধান বলত! ১৯৪৭ সে জারা নিজেদের বাগালি বলত তারা মুসলিম পাকিস্তানে জেতে চাইল না। তারা ভারত চলে গেল। আমরা মুসলিম রা রয়ে গেলাম পাকিস্তানে। জাতিয় তা নিলাম পাকিস্তানি। ১৯৭১ এ দেশ ভেঙ্গে বাংলাদেশ হল। এবার হলাম বাংলাদেশি। আমাদের ভাসার নাম বাংলা ,বাঙালি নয়? কেউ যদি বিদেসে বাঙালি বলে পরিচয় দেয় তখন ভারতি ও রা মনে করে আমরা ভারতি। কারন ভারতে বাঙালি সহ অনেক জাতি বাস করে। তাই আমাদের স্বাধীনতা বজায় রাখতে বাংলাদেশি এ বলা উচিত। তাই বলতে হয় আমরা বাংলাদেশি। বাঙালি নই।

বাংলাদেশের নাগরিক হয়ে যদি বাংলাদেশে অবস্থান করেন তাহলে আপনি আগে বাংলাদেশী পরে বাঙালি। আর যদি বাংলাদেশের নাগরিক হয়ে বিদেশে অবস্থান করেন তাহলে আপনি আগে বাঙালি পরে বাংলাদেশী ।

we r bangali

হিন্দু , মুসলিম , বৌদ্ধ , খ্রিষ্টান---- যারাই বাংলাদেশে বসবাস করে সবাই বাংলাদেশি । ভারত বা অন্যান্য দেশের বাঙ্গালিরা বাংলাদেশি নন । আমরা বাংলাদেশের বাঙ্গালি--এটাই আমাদের গর্ব !

আগে আমরা বলতে আপনি কাদের বোঝাচ্ছেন, সেটাই কথা। যদি আপনি যারা বাংলা বলতে-লিখতে পারি তাদের বোঝান তাহলে আপনি আমি বাঙালি। কারন আমরা সেটা পারি।এবং বিশ্বের অনেকেই পারেন যারা বাংলাদেশি নন। বাংলাদেশি হচ্ছেন তারাই, যারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং এই দেশে বসাবাস করার জন্য আইনসিদ্ধ অনুমতি লাভ করেছেন...

এই বেপারে রাজনৈতিক ভাবে প্রভাব্গ্রস্থ নয় কোনো নৃতাত্তিকের মতামত জানতে চাই পাবলিক অপিনিয়ন না. উত্তর টা কোনদিন নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে শুনা হয়নি . দয়া করে কোনো নৃতাত্ত্বিক বেশতো মেম্বার থাকলে মতামত দিন. ন্যাশনাল আইডেন্টিটি পাসপোর্ট দিয়ে বিবেচনা করা যায় কিন্তু ন্যাশনালিটি ভিন্ন একটা বিষয়. আবার ন্যাশনালিটি মাতৃ ভাষা বা ধর্ম দিয়েও সবসময় মাপা যায় না (যেমন swiss রা জার্মান ভাষায় কথা বলে কিন্তু জার্মান না, আবার মার্কিন রা ইংলিশ এ কথা বলে কিন্তু ইংলিশ না) . নতুন ন্যাশনাল এবং ন্যাশনালিটি গ্রহণ করাও অস্বাভাবিক কিছু না (আমেরিকা, অস্ট্রেলিয়া) . নিসন্দেহে আমাদের ন্যাশনাল আইডেন্টিটি পাসপোর্ট দিয়ে মাপা হবে. কিন্তু একজন নৃতাত্তিকের কাছে জানতে চাই আমরা বাঙালি কেন.

amra bangladeshi bangali

আমরা বাংলাদেশি. আর বাংলায় কথা বলি.

আমরা বাংগালী কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি। আমরা বাংলাদেশী কারণ আমরা বাংলাদেশের নাগরিক .

আমরা বাংলাদেশি... কারণ ইন্ডিয়ার অনেক মানুষ আছে যারা বাঙালি....
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"
সুতরাং আমি বাংলাদেশি ,, বাংলাদেশ আমার অহংকার...
ধন্যবাদ...

আমরা বংলাদেশী বাঙালী।

অামরা বাংলাদেশী

জাতিতে আমরা বাংগালি হলেও , আমি বলব আমরা বাংলাদেশী !!

আমাদের জাতীয়তা আসলে কোনটা বাংলাদেশী না বাঙালী? আসলে, জাতিতে আমরা বাঙালী। আমাদের আচার আচরণ চিন্তা চেতনা সবকিছুতেই ১০০ ভাগ বাঙালীয়ানা রয়েছে। তবু দুঃখজনক ভাবে জাতীয়তার জায়গায় আমাদের বাংলাদেশী লিখতে হয়। বাংলাদেশী বলে কী আসলে কোন জাত আছে? একটা দেশের জন্ম হয়েছে। এখানে জাতিসত্ত্বার উন্নতি হওয়ার কথা ছিল। হয়েছে তার বিপরীতটা। বাঙালী একটা দেশ পেয়েছে ঠিকই কিন্তু হারিয়েছে তার জাতীয় পরিচয়। বাঙালী জাতটার জন্মের কোন ঠিক দিনক্ষণ নেই। খ্রীষ্টপূর্ব কাল থেকেই আমরা আমাদের পুর্বপুরুষদের হদিস পাই। আরও যেটা পাই সেটা হলো, আমাদের শতবর্ষের একটা বিশাল ইতিহাস। আমরা মাছে ভাতে বাঙালী। আমাদের দেহ গড়া আলস্য আর তন্দ্রা দিয়ে। আমাদের চোখের নিচে চিরকালই অশান্তির দাগ।আমরা চাষার জাত। চাষ করে আজ এতটা পথ পারি দেওয়া। আমাদের এখনও সেই অভ্যাসগুলো যায়নি। আমরা যুদ্ধপ্রিয় নই শান্তিপ্রিয়। তাই ইতিহাসের অধিকটা সময় আমরা স্বাধীন একটা প্রদেশ বা কখনও স্বাধীন রাজ্য ছিলাম। কিন্তু সর্বোপরি আমরা বাঙালী। স্পর্ধার আগুনে আমাদের দেহ গড়া। যাহোক, বাংলাদেশের জন্ম মানে বাঙালীর একটা স্বাধীন রাষ্ট্রের অভ্যুত্থান। আমরা আজ স্বাধীন। আমরা বাঙালীরা স্বাধীন। আমাদের জাতীয়তা আমরা যাই লিখি না কেন, আমাদের মাছ আর ভাত খাওয়ার অভ্যাস বদলে যায়নি। সেটা ভারতবর্ষের বাঙালীদের ক্ষেত্রেও একই আছে। তাদের থেকে আমাদের পার্থক্য তেমন একটা নেই। তবু একটা জটিল সীমারেখা টেনে আমরা আমাদের জাতিসত্ত্বাকে প্রতারিত করি। তেমনভাবে একজন ভারতীয় বাঙালী যদি তার জাতীয়তা "ইন্ডিয়ান" লেখেন সেটাও তার জাতিসত্ত্বাকে প্রতারিত করা। আসল ভারতীয়দের (হিন্দুস্তানি) থেকে বাঙালীদের একটা বিশাল দূরত্ব আছে। সেটা ভুলে যেতে হয় ভারতীয় বাঙালীদের, তবু তারা ভিন্ন। এখনও বাঙালীয়ানা ফুটে ওঠে ওদের নানা আচার আচরণ আর অনুষ্ঠানে। যেটা ভারতীয়দের থেকে অনেক ভিন্ন। এবং অনেক শৈল্পিক। যখনই আমি বলছি আমি বাংলাদেশী তখনই আমি হারিয়ে ফেলছি রবীন্দ্রনাথকে, নজরুলকে, হারাচ্ছি জীবনানন্দ দাশকে, প্রমথ চৌধুরীকে, হারাচ্ছি মীর মোশাররফকে, শরৎচন্দ্রকে। তারা কেউই বাংলাদেশী ছিলেন না। তারা বাঙালী। আমার দেশের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে আমার জাতিসত্ত্বা নিয়ে আমি সব জাতি থেকে ভিন্ন। আমি বাঙালী।

AMI BANGLADESHER BANGALI EKTI CHARA OPORTI OSOMPURNO

Bangladeshi bangali

-

অবশ্যই কেন না কুন সন্দেহ
