
সাদা ভাত মুখে দিয়ে গিলে ফেলতে হবে। ভাত চাবানো যাবে না। ধন্যবাদ ।

লেবুর রস কিংবা শরবাত করে খেলে উপকার পাওয়া যায়।

বেশ কিছু ভাত নিয়ে গিলে ফেললে অনেক সময় কাটা চলে যায়। ভাত চাবানো যাবে না। মুখে দিয়ে গিলে ফেলতে হবে। আর এরপরও কাটা না গেলে ডক্টরের কাছে যাওয়াই ভাল।

হাহাহা নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় যে প্রথমে ভাত গিলে ফেলতে হবে।তাতে কাটা যাওয়ার সম্ভাবনা ৭০%।তখন যদি না যায় তাহলে চিমটা ব্যবহার করতে হবে।তাও না পারলে ২,১ দিন অপেক্ষা করতে হবে তাতে কাটা টা নরম হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে।তখন একটু ভাত গিলে ফেললে কাটা টা চলে যাবে।তবে সবকিছুর পর তো ডাক্তার আছেন ই।

লেবুর রস খাবেন কাটা নরম হয়ে ভিতরে চলে যাবে

না চিবিয়ে শুকনো সাদা ভাত গিলে নিন অথবা কলা একই ভাবে হালকা চিবিয়ে গিলে নিন, গলার কাঁটা নেমে যাবে.

গলায় কাটা বিধ'লে, সাধারনত ভাত, মুড়ি, ছোলা কম চিবিয়ে বেশী করে গিল্লে, কাটা পেটের দিকে চলে যায়।তাতে না হলে লেবুর রস খাবেন কাটা নরম হয়ে ভিতরে চলে যাবে | কোনো উপায়ে কাজ না হলে আমার পরামর্শ মত ডাক্তারের কাছে চলে যান | যে ভাবেই হোক সমাধান হবেই আর কি |

আম্মুর টোটকাঃ গরম ভাতের দোলা না চিবিয়ে গেলার চেষ্টা করলে কাঁটা সরে যাবে!

কাটা বেধার সাথে সাথে আক্রান্ত ব্যাক্তি কে বেশি করে লেবুর রস খাওয়াতে হবে,এবং 10 মি. চুপ করে থাকতে বলতে হবে।তাহলে লেবুর রস কাটাকে নরম করে 'দিবে।তারপর ভাত না চিবিয়ে গিলে খেলে ইনসাল্লাহ কাটা বের হয়ে যাবে।

''ফাহ্ উলা ইজা বালাগংতিন হুলকূম'' কোরআনে এই বানীটি গলায় কাঁটা ধরলে পড়ার কথা বলা হয়েছে।ভাল কোন আলেম দেখে এর উচ্চারন সঠিক করে নিন।

গলায় আটকা মাছের কাঁটা এক দলা সাদা ভাত খেয়ে খুব সহজে নামানো যায়। এ জন্য আপনাকে ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। তারপর পানি দিয়ে গিলে ফেলতে হবে। এতে সহজে গলায় আটকা মাছের কাঁটা নেমে যাবে। মনে রাখবেন, শুধু ভাত গিলে খেলেই কিন্তু কাঁটা নামবে। অথবা গলায় মাছের কাঁটা আটকে গেলে পানি পান করুন। পারলে হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবণ ও লেবুর রস মিশিয়ে পান করুন। এতে গলায় আটকা মাছের কাঁটা নরম হয়ে নেমে যায়। যদি আশেপাশে ভাতের ব্যবস্থা না থাকে তাহলে দেরি না করে পারলে চটজলদি একটি কলা খান। কলা খেতে খেতে কখন যে কাঁটা নেমে যাবে তা আপনি টেরও পাবেন না। গলায় আটকা কাঁটা নামানোর আধুনিক পদ্ধতি হচ্ছে কোমল পানীয়। গলায় কাঁটা আটকার সঙ্গে সঙ্গে এক গ্লাস কোক পান করলে তা নরম হয়ে নেমে যায়। এ ছাড়া শুকনো মুড়ি খেলেও এর কার্যকরী সমাধান পাওয়া যায়। উপরে বর্ণিত পদ্ধতিগুলি সবসময় কাজ নাও করতে পারে। তবে ভয় নেই। যে কাঁটা সরে যাবার সেটা এমনিতেই ঢোক গেলার এক পর্যায়ে গলা থেকে সরে যাবে। এরপরেও যদি গলায় কাঁটা থেকে যায় তবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকেরা একটা চিমটা দিয়ে বিনা কাটা ছেড়া বা বিনা রক্তপাতে গলার ভেতর থেকে কাঁটা তুলে নিয়ে আসতে পারেন।


বেশি করে সাদা ভাত নিয়ে না চিবিয়ে গিলে ফেললে ভাতের সাথে কাটা পেটে চলে যাবে।

কাচা কলা খাও সেরে যাবে

আস্ত একটা লেবুর সম্পূর্ণ রস খেলে যে কোন ধরণের কাটা চলে যাবে ইনশা আল্লাহ !!!!!!

প্লিস ব্যাস্ত না হয়ে শুকনা ভাত গিলে খেলে এর উপকার হবেই ইনশাল্লাহ।

হাতের মুঠি তে কিছু চাল নিন ......... এর পর মুখে দিয়ে গিলে ফেলতে হবে। চাবানো যাবে না।

গলায় কাটা বিধ'লে, সাধারনত ভাত, মুড়ি, ছোলা কম চিবিয়ে বেশী করে গিল্লে, কাটা পেটের দিকে চলে যায়। তাতেও যদি না যায়, তাহলে ভালো করে একটা ঘুম দিয়ে উঠুন। দেখবেন ইনসাল্লাহ গলায় কাটা নাই। যে কোন অশ্বস্থি বা রোগের জন্য ঘুম, মহৌষধ। এতেও যদি না যায় তাহলে ডাক্তারের শরানাপন্ন হন।

সব প্রক্রিয়া বিফলে গেলে স্বল্প মূল্যে একটা চিকিৎসা আছে। পরিচিত এক মহিলা ২০টাকার বিনিময়ে কিছু শিকড় দিয়ে থাকেন, যেটা বেঁটে লাগালে শরীরের বিধে থাকা নতুন/পুরাতন কাটা বেরিয়ে আসে। গলায় আটকে থাকলে চিবাতে হয়। কোনো স্বাদ-গন্ধ নেই। আমি নিজেও মনে করি বিজ্ঞানের যুগে এসব বেখাপ্পা। কিন্তু প্রমানটা যদি আপনার হাতে আসে বিশ্বাস না করে উপায় কি? আমি নিজেই প্রত্যক্ষদর্শী। কেউ এমন বিপদে পড়ে থাকলে ইমেইল করতে পারেন। আমি আলাউদ্দিন, চবি শিক্ষার্থী। মেইল: eleuch35@gmail.com
