দীপ্তি
প্রশ্ন করেছেন

ইরেগুলার মেনস্ট্রুয়েশন হলে ঘাবড়ে না গিয়ে পরিচিত / কাছের ডাক্তারের সাথে এই ব্যাপারে কথা বলুন। তবে রেগুলারের মাঝে ইরেগুলার হলে দুশ্চিন্তা টা কম কিন্তু ক্রমাগত ইরেগুলার হলে অতি শিগ্রই ডাক্তারের শরনাপরন হওয়া উচিত।

প্রথমেই যান গাইনীর ডাক্তারের কাছে। বয়স একটা ব্যাপার। মাসিক শুরুর প্রথম বছর গুলোতে ইরেগুলার হতে পারে,আবার শেষ বছর গুলোতেও হয়। মাঝামাঝি বছরে সবসময় যদি ইরেগুলার হয়, তাহলে সাধারণত তা কিছু অসুস্থতার দিকে ইঙ্গিত করে,যা বন্ধাত্যের কারণ ও হতে পারে। তাই ব্যাপার টা মোটেই হেলাফেলার নয়

সচেতনতার পদক্ষেপ হিসাবে মেনস্ট্রুয়েশনের নিদৃষ্ট দিনে জম্মনিয়ন্ত্রনের বড়ির প্যাকেট হইতে মিনস্ট্রুয়েশনের বড়িটা খেয়ে নিতে পারে। আশা করি এতেই কাজ হবে। তারপরেও সমস্যা থাকলে ডাক্তারের শরনাপন্ন হন।
