
ঐতিহাসিক মোগল স্থাপনা "মীর জুমলার গেট" ই ঢাকা গেট নামে পরিচিত। এই গেটটি ময়মনসিংহ গেট নামেও পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমী যেতে চোখে পড়ে হলুদ রঙের গেটটিই ঢাকা গেট অথবা মীর জুমলার তোরণ। এ গেটের তিনটি অংশের একটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের দিকে, মাঝখানের অংশ পড়েছে রোড ডিভাইডারের মাঝে এবং অপর অংশটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তিন নেতার মাজারের পাশে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত প্রবেশ মুখে নির্মিত "মুক্তি ও গণতন্ত্র তোরণ" ই "ঢাকা তোরণ" নামে পরিচিত। এ গেইট বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অবদানের প্রতীক হিসেবে বিবেচিত হবে। মোঘল স্থাপত্য কৌশলে নির্মিতব্য এই তোরণটি দৈর্ঘ্যে ৯৯ ফুট, প্রস্থে ১৩ ফুট এবং উচ্চতায় ৩৭ ফুট হবে।তোরণটির নকশা প্রণয়ন করেছেন স্থপতি রবিউল হুসাইন। নির্মাণে আর্থিক সহযোগিতা দিয়েছে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স এনসিসি ব্যাংক।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন টিএসসি সড়কের দুই পাশে হরিদ্রবর্ণের গেটের দুটি পিলার দাঁড়িয়ে আছে, সেটিই ঢাকা গেট।

রাতের ঢাকাঃ হাজার বাতির গল্প
