শামীম ইকবাল
প্রশ্ন করেছেন


বর্তমানে রাতের ঢাকা অনেক ভালো লাগে................২ দিন আগে আমার এক রিলেটিভ abroad এ গেয়েছিল তাকে বিদায় জানাতে এয়ার পোর্ট গিয়েছিলাম, যদিও প্রতি সন্ধায় অফিস থেকে ফেরার পথে দেখি তবে সেই দিন কাছ থেকে দেখে অনেক ভালো লেগেছিল, আমার তখন বার বার ওই গান তার কথা মনে পরছিল..........ঢাকা শহর আইসা আমার আসা পুরাইছে,হায়রে লাল নীল,নীল লাল বাত্তি দেখইখা নয়ন জুরাইছে, মনের আসা পুরাইছে,যদিও পায়ে হেটে ঢাকার রজনী তে ঘোরার সুযোক হয় নাই,তবে হলে মন্দ হত না...

আমার অনেক ভালো লাগে তবে রাস্তা যদি সুনসান হয় তাহলে আরো ভালো লাগে।

আমার অনেক অনেক ভালো লাগে।কারন হাটার সমায় আমি,আমার লেখার কথা ভাবি।

রাতের ঢাকা তে পায়ে হাটার মজা ই আলাদা , রাতে বাসায় ফেরার সময় একটু জ্যাম দেকলেই আমি বাস থেকে নেমে পড়ি, অল্প বাতাস আর হাতির ঝিল এর লাল নীল্ আলো অন্য এক ভালোলাগা তৈরী করে.

চরম বস রাতে হাটতে আমার চরম লাগে Iতখন মনে হয় এই পৃথিবীটাই আমার Iআর বসন্ততেই তো কথায় নেই I

ভালোকে অস্বীকার করবো না। ভালো লাগার মাঝে খারাপও লাগে,ছিন্নমূল অসহায় লোকেরা যত্রতত্র শুয়ে থাকে, খারাপ মেয়েদের দৌরত্ব, ছিনতাইকারীদের কবলে পড়ার আশঙ্কা আবার পুলিশ ভাইদের অযাচিত জিজ্ঞাসার আশঙ্কা সব মিলিয়ে রাতের ঢাকায় বিনা প্রয়োজনে হেটে বেড়ানো স্বস্থির চেয়ে অস্বস্থিটাই যেন বেশী। তবে সাথে কয়েকজন থাকলে ভালোই লাগে।

জোস লাগে! আরও জোস লাগে যদি পাশে থাকে পছন্দের কেও! :D

রাতের ঢাকা মানে , সেই রকম কিছু , আর রাতে ঢাকায় পায়ে হাটার মজাই আলাদা , আমার মনে আছে আমরা ১০-১৫জন ফ্রেন্ড মিলে একবার পুরান থেকে রাত ১১তায় বের হয়ে সকাল ৬টা পর্যন্ত ঢাকা ঘুরছি , তবে রাত ২-৪টা এই সময় টা অনেক জোস , কারন এ সময় বাতাস টা অনেক ভালো লাগে , মাঝে মাঝে অবশ্য আমি একাই নিজের মত করে রাতে ঢাকা ঘুড়ি , ভালো লাগে , নিজেকে হারিয়ে ফেলা যায় ...
