
পৃথিবী হলো চলমান । তাহলে সব কিছুই চলমান ।আর চলমান ধারা হয় তার সমকক্ষ অন্য কিছুর সাথে তুলনা করে ।আর আপনি এখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় সুখী হতে চাইলে -আপনার চাইতে যে এখটু খারাপ অবস্থানে আছে তার সাথে তুলনা করুন ।দেখবেন আপনি সুখে আছেন ।

সুখী হতে সুখ লাগে ..এক আকাশ কষ্ট নিয়ে সুখী মনুষের অভিনয় করা যাই but সুখী হওয়া যাই না . কেউ কখনো ১০০% সুখী হতে পারে না

সুখী সে তো মনের ব্যাপার । আমি এমন অনেক কে দেখেছি যারা অনেক ধনি , কিন্তু সুখী নয় । আবার আমি এমন অনেক কে দেখেছি যারা অনেক গরীব দিন আনে দিন খায় , কিন্তু বিরাট সুখী ।

সর্বপ্রথম আপনার আত্মবিশ্বাস, আদর্শবান, punctual , কারো ক্ষতি করার চেষ্টা করবেন না.

নিজের যা আছে তাই নিজের জন্য যথেষ্ঠ ভাবুন দেখবেন আপনিই হবেন পৃথিবীর সব চেয়ে সুখী মানুষ ইনশাআল্লাহ।

সুখী হতে হলে, দুখী হও আগে... দুঃখ ছাড়া সুখের মহত্ব বোঝা কম্ম নয়

সুখী হতে মনুষ্যত্ব লাগে।

সুখী হতে কি লাগে সেই উত্তর দেওয়ার আগে সুখ কি তা জানা জরুরী। সুখ একটি আপেক্ষিক জিনিস যা অনুভব করা যায় কিন্তু বর্ণনা করা যায়না। একই পরিস্থিতিতে একজন সুখী এবং আরেকজন অসুখী হতে পারে। একই জিনিস থেকে কেউ সুখ পায় আবার অন্য কেউ হয়তো দুঃখ পায়। অর্থাৎ সুখ জিনিসটা কতগুলো উপাদান বা উদ্দীপকের উপর নির্ভর করে। ব্যাক্তিগত মুল্যবধ, দৃষ্টিভঙ্গি, সুখী হওয়ার জন্য আকাংখার মাত্রা, রুচি, এসবকিছুর উপর সুখ নামক জিনিসটা অনেকাংশে নির্ভরশীল। সাধারনত পরিমিত চাহিদা, সৎ জীবনযাপন, ধর্মীয় মূল্যবোধ,অন্যকে নিঃস্বার্থভাবে ভালবাসা,সব সময় ইতিবাচক চিন্তা করা, সব পরিস্থিতিতে সত্যের সাথে থাকা গেলে সুখী হওয়া কঠিন কিছুনা।সব সময় মনে রাখতে হবে আমার কোন আচরণের জন্য যেন কেউ আহত না হয়, কষ্ট না পায়। সুখী হওয়ার জন্য টাকা একটি বিষয় কিন্তু প্রধান বিষয় নয়। এক কাড়ি টাকা থাকলে যেমন সুখী হওয়া যায় না আবার কোন টাকা না থাকলে ও সুখী হওয়া সম্ভব। একটি প্রবাদ আছে " যার একজন সতী বউ, সৎ ছেলে এবং একজন সত্যিকারের পরোপকারী বন্ধু আছে পৃথিবীতে সে প্রকৃত সুখী মানুষ। আর যার একজন অসতী বউ, অসৎ সন্তান, এবং বন্ধুরুপী শত্রু আছে তার মত অসুখী আর অভাগা আর কেউ নেই

১। সুন্দর একটা মন। ২। পরিশ্রম। ৩। বন্ধুত্ব। ৪। নিজেকে অপচয় থেকে বিরত রাখা।

মানুষের জীবনে সুখ-দু:খের চক্র সব সময়ই ক্রিয়াশীল, একটির পরেই আরেকটি আসে| নিজেকে সৎ-মুসলমান হিসাবে গড়ে তুললে জীবনে শান্তি পাওয়া যায়, আর তখন সুখ আসে বাড়তি বোনাস হিসাবে, ইনশাআল্লাহ।

নিজেকে সুখী ভাবার মত মন লাগে .......

যে অল্পে ত্রিপ্ত সে সুখি হতে পারে।

সুখী হতে সুখ লাগে আর এই সুখ খুজে পাবেন আপনার আর্ততিপ্তির মাজে |আপনার যা আছে তা নিয়ে এগিয়ে জান সুখ আপনার জন্য অপেক্ষা করছে |

আজ পরযন্ত আমি কোন সুখী মানুষকে পাইনি বা দেখিনি, তাই জানি না সুখী হতে কি লাগে ।

আমার মনে হয়, সূখী হওয়ার প্রথম শর্ত আপনার আগে অসূখী হতে হবে... কারণ অসুখী হলেই সূখের মুর্হুত গুলো অনুভব করা যায়... সূখ ক্ষণস্থায়ী...

সুখ দুঃখ একটি মানবিক ও মানসিক অনুভূতি! সাধারণত: যে যত পায় সে ততো চায় - এর অর্থ হলো যে মানুষের চাহিদা যত বেশি হবে সে ততো অসুখী হবে! তাই যার যা আছে অর্থাৎ সৃষ্টিকর্তা যাকে যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্টি অর্জন করার নামই আমার কাছে প্রকৃত সুখ - যেখানে থাকবেনা কারোর অঢেল সম্পদের প্রতি কোন লোভ-লালসা বা হিংসা! সুখের সঙ্গাটা ব্যাক্তি বিশেষে বিস্তর পার্থক্য হয়ে থাকে - যেমন যার সন্তান নেই সে চায় একটি সন্তান মাত্র! আর যার একটি মেয়ে আছে সে আর একটি ছেলের জন্য আহামরি করে!
ধন্যবাদ প্রশ্নকর্তাকে:)

প্রাপ্তিগুলোকে নিয়ে সন্তুষ্ট থাকাই সুখী হওয়ার পূর্বশর্ত ।

আত্মতৃপ্তি ও শুকরিয়াবোধ !!!

খুব বেশি কিছু লাগে না.আপনি শুধু নিজেই কে সুখী ভাবুন এবং বিশ্বাস করুন..দেখবেন আপনি পৃথিবের সবচেয়ে সুখী মানুষ.

সুখী হওয়ার মন মানসিকতা লাগে। আপনি যদি সুখী হতে চান তবে অবশ্যই হতে পারবেন কারণ সুখ দুঃখ সবটাই মানুষের নিজের কাছে। এই জন্যই কিছু মানুষ রাস্তায় থেকেও সুখী আবার কিছু মানুষ রাজপ্রাসাদে থেকেও চরম দুঃখী।

"যা কিসু ঘটে তা আল্লাহ পাকের হুকুমে ই ঘটে এবং আল্লাহ পাক যা করেন(হুকুম দেন) তা অবশ্যই তার বান্দার মঙ্গল এর জন্য" জীবনের যে কোনো পরিস্থেতিতে এই কথাটি 100% বিশ্বাস করার মানসিকতা ই একজন মানুষ কে কাঙ্খিত সুখ দিতে পারে,


সুখ বাইরের বস্তু নয়- এটা হল অন্তরের। অধিকাংশ মানুষ ই যতখানি সুখী হতে চায় তাদের মন যা চায় ততটাই তারা হয়। আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্ম নিয়ন্ত্রন- এই তিনটিই শুধু মানুষকে সর্বশক্তিমান করে সুখী মানুষ করে তুলতে পারে। সঠিক জীবন যাপন ও সুখের মাপকাঠি নির্ভর করে এদের উপরে। সবসময় হাসতে হবে। হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকেই দূর আকাশে পাঠাতে পারি। সুখী হতে পারি। আমরা যখন আমাদের কর্তব্যকর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। আর সেখান থেকেই দুঃখের সূচনা ঘটনা ঘটে। তাই সুখী হতে গেলে দায়িত্বকে অবহেলা নয়। মনে রাখবেন, শরীরের জন্য জীবন নয় বরং জীবনের জন্য শরীর আর সর্বোপরি জীবনকে পরিচালিত করে মন। তাই জীবনে সুখী হতে মনের শান্তি বেশি প্রয়োজন। নিজের কাজকে ভালোবাসুন। আমাদের কাজের পিছনে যখন অনুভুতি কাজ করে আমরা তখনই সবচেয়ে সেরা হয়ে উঠি। সুখ তখন আমাদের পেছনে পেছনে ঘোরে। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা। দেখবেন কখনো নিজেকে দুঃখী মনে হবে না।


সুখ হলো মরীচিকা। তারপরেও পৃথিবীতে সব মানুষ ই সুখ চায়।হয়তো কেউ সুখের কিনারা খুজে পায় আবার কেউ পায় না। প্রকৃতপক্ষে আমার মতে সুখী হওয়ার জন্য বেশি কিছুর দরকার হয় না,যদি সুন্দর একটা মন থাকে।মনের সুখ হয়ছে বড় সুখ। মনকে নিয়ন্ত্রন করতে পারলে দুঃখ বলে কিছু থাকে না। সুখের পিছনে ছুটতে হয় না,,সুখী হতে হলে নিজেকে কঠোর পরিশ্রমী হতে হবে। নিজকে হতে হবে আত্নবিশ্বাসী,সাহসী এবং ত্যাগী। কাজকে লজ্জা করে কাজের মধ্যে আনন্দ সুখ খুজে নিতে হবে।যেকোনো কাজ আপনি ভালো করে জানলে তার মধ্যে অটোমেটিক-ই আপনার ভালোবাসা জন্মে যাবে। সুখী হওয়ার জন্য আপনার মনকে ঠিক রাখতে পারলেই সব ঠিক।যদি মনকে নিয়ন্ত্রন করতে পারেন তাহলে দুঃখ বলে কিছু থাকবেনা।

সুখী হতে আহামরি কিছু লাগে না,খারাপ সময় থেকে এখন কতটা ভালো আছি এটা ভাবলেই চলে।

সুখ একটি আপেক্ষিক বিষয়। আপনার সুখ আপনার অভাবের ও প্রাপ্তির সাথে সম্পর্কযুক্ত। যেকোন ছোটখাটো অভাব পূরণ করতে চেষ্টা করুন, নতুন কিছু প্রাপ্তি যোগ করুন জীবনে, সুখি হবেন।

TAKA

অধিক উচ্চাকাঙ্ক্ষা বাদ দিন

আপনার নিজের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাখুন ।

সুখী হতে হলে সুন্দর একটা মন লাগে , তা না হলে সুখী হওয়া অসম্ভব .....

বর্তমান যুগে সুখী হতে গেলে আমি মনে করি টাকা লাগে (তবে তা অবশ্যই সথ উপায়ের অর্জন হতে হবে).

সুখী হতে ধৈর্য লাগে।

সুখী হওয়ার প্রথম শর্ত হলো জীবনের সব খারাপ আর দুঃখের কথা মন থেকে মুছে ফেলতে হবে আর ভুলে যেতে হবে.এটা সহজ না. তারপর ও সুখী হওয়ার এটা ই অন্যতম উপায়.দ্বিতীয় নিজকে সবসময় positive এর ওপর স্থির তাকতে হবে.আর একটা শর্ত হলো ত্যাগ.যেখানে আমি আর আমার এই দুই টা WORD তাকবে না .এই তিনটা গুন যার মধ্যে তাকবে সুখ তার জন্য অনিবার্য.

সুখী হতে হলে আপনার চাহিদাকে সীমিত করতে হবে।
প্রত্যাশা কে যথাযথ গন্ডির মধ্যে রাখতে হবে।
এবং সর্বোপরি আপনার সৃষ্টিকর্তা আপনাকে যা কিছু দিয়েছে তার জন্য মন থেকে ধন্যবাদ জানাতে হবে ( আমরা মসুলমান রা আলহামদুলিল্লাহ বলি)

ধৈর্য্য এবং কৃতজ্ঞতা

সুখী হওয়ার জন্য একটা ভালো মন থাকা প্রয়োজন । নিজেকে জানার সাথে সাথে অন্যকে সময় দিতে হবে এবং প্রতিটা মুহুর্তকে কাজে লাগাতে হবে । টাকা পয়সা প্রকৃত সুখ দিতে পারে না । নিজের মনকে তুষ্ট করতে পারলে প্রকৃত সুখ পাওয়া সম্ভব। তাই নিজের কথা চিন্তা না করে পৃথিবীর মানুষের কল্যান এর জন্য কাজ করতে হবে । তাহলেই মনে হবে আমি কিছু করতে পেরেছি এই পৃথিবীর জন্য এবং এভাবে নিজের মনকে তুষ্ট করতে এবং সুখী হতে পারবেন ।

সুন্দর একটি মন। যা অপরের দোষ-ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবে। কোন বিষয় নিয়ে হা-হুতাশ করা চলবে না।

কিভাবে আত্মতৃপ্ত হওয়া যায় তা জানতে হয় এবং আত্মতৃপ্ত হতে হয় .
কিছু সার্থত্যাগি ব্যক্তি,, এবং আপনার আত্মসম্মানবোধ টুকু দ্বারায় আপনি সুখি হতে পারেন..!!!!

অল্পে তুষ্টি আর অন্যের সুখে সুখী। বাস।

অল্পতে সন্তুষ্ট হওয়া লাগে৷

সব কিসুর সাথে শুকরিয়া বা আলহামদুল্লিয়াহ থাকা লাগে

sukhi hote santi lage

মন

মেনে নেওয়ার ক্ষমতা।

সুখ একটি আপেক্ষিক বিষয়।ধরুন, আপনি বাসে যাচ্ছেন সবাই সিটে বসে আপনি দাড়িয়ে তখন মনে হবে সিটে বসাটাই সুখ। পৃথিবীর কোন কিছুই আপনাকে সুখি করতে পারবে না যতক্ষন না আপনি নিজেকে সুখি মনে করেন। তাই সুখি হতে চাইলে, নিজেকে সবসময় সুখি ভাবুন। আর নিজের যা আছে তা নিয়ে কোন রকম আফছোস ছাড়া সন্তুষ্ট থাকুন।

সুখি হতে আমি নিজে যে সুখি আছি এই ভাবনাটা ভাবা বেশি প্রয়োজন।

নিজের যা আছে তাতেই তুষ্ট থাকা, অপরের সম্পদে লোভ বা হতাশ না হোয়া, ধর্মের উপর দৃঢ় বিশ্বাস রাখা

সুখী হতে কি লাগে আমি নিজেও জানিনা . এবং কোথাও এর উত্তর ও পাইনি,
তবে হজরত আলী রা : একটি হাদিস গবেষণা করে বলা যায় মানুষের চাহিদা ( বিশেষ করে মনের চাহিদা যত কমানো মানুষ ততই সুখী হয়, একজন রিকশা বলা যদি ৫০ লক্ষ্য টাকা পে সে হয়তো সুখী হয়ে যাবে . কিন্তু একজন এম পি যদি মন্ত্রী ও হয় সুখী হবেনা তার অসুখ বেড়ে যাবে প্রধান মন্ত্রী হওয়ার জন্য,

সুখী হতে মন লাগে
