দীপ্তি
প্রশ্ন করেছেন

আসলে এই রকম দুর্ঘটনা কখন, কার দ্বারা ঘটে বলা খুব মুশকিল। খুব বিশ্বস্ত মানুষও করে ফেলে অনেক অযৌক্তিক ও অগ্রহণযোগ্য কাজ। এক্ষেত্রে একটা বয়সের পর মেয়েদের জন্য মেয়ে শিক্ষক রাখাই উচিত হবে। যতই সমাজ আধুনিক হচ্ছে, বলা হচ্ছে যে ছেলে মেয়ে এর পার্থক্য আর নাই ততই এই সব জঘন্য কাজ বেড়ে যাচ্ছে। আর এখন তো মেয়েরাও বাসায় গিয়ে পড়ায়। আমার মনে হয় বাচ্চা ছেলেদের ক্ষেত্রে এই ভয়টা তেমন থাকে না. তার পরেও ছোট থেকেই ছেলে-মেয়েদের আত্ম রক্ষা করার ব্যাপারটা বুঝাতে হবে। ধিরে ধিরে তাদের পৃথিবীর এই নংরা দিক সম্পর্কে জানাতে হবে। এখানে লজ্জা করে লাভ নাই। কারন, এই নংরা বিষয় গুলা প্রতি নিয়তই দেশের কথাও না কথাও হচ্ছে। তাই সন্তানদের ভালর জন্যই তাদের সাথে বন্ধুর মত এই ব্যাপার গুলো বলতে হবে। তাছাড়া চাইলে বাচ্চাদের কারাটে শিখানো যায়। এর ফলে আপনার বাচ্চা আত্মবিশ্বাসী হবে। সে বিশ্বাস করতে পারবে যে ছোট হলেও সে নিজের আত্ম রক্ষা করতে পারবে।

কর্মজীবী বাবা মায়েরা বাসায় ফেরার আগেই হয়ত তাদের বাচ্চাটিকে গৃহশিক্ষক পড়াতে আসেন l তাই সচেতনতা অবলম্বন করা উচিত আদৌ তাদের সন্তানটি সেই গৃহশিক্ষক দ্বারা, শারীরিক, মানসিক না যৌন নির্যাতিত হচ্ছে জানা দরকার, তাই বাচ্চাটি মেয়ে হলে মহিলা গৃহশিক্ষক এর ছেলে হলে পুরুস গৃহশিক্ষক রাখতে হবে. তাছাড়া বাড়িতে আপনার মা বা শাশুড়ি এনে রাখতে হবে. অথবা গরিব বিসস্থ আত্মীয় এনে রাখুন আর ওই আত্মীয় খুব আদর আর সন্মান দেন, দেখেন ওই মানুষটি আপনার পরিবার আর সন্তানকে সুন্দর ভাবে রাখতে পারবে. আপনাকে বিসস্থ একজনকে রাখতেই হবে.

ছেলের জন্য পুরুষ শিক্ষক ও মেয়ের জন্য মহিলা শিক্ষয়ত্রী রাখাই বাঞ্চনীয়।

এক্ষত্রে পরিচিতো লোকদের উপর নির্ভর করা উচিত !!!

বাচ্চাকে আমাদের অসামাজিক এই সমস্যাগুলু সম্পর্কে একটু ধারণা দিতে পারলে ভাল হয়। পাশাপাশি কাছের লোকজন বা বয়স্ক কাউকে বাসায় রাখতে পারলে ভাল হয় এবং বর্তমানে সিসিটিভি ক্যামরা চলে এসেছে, সেটার দিকে নজর দিতে পারেন। তাছাড়া উপরের সবাই ভালো উপদেশ দিয়েছেন, অতএব সবগুলু বিবেচনা করে যুক্তি সংগত সিদ্ধান্ত নিন।

ছেলের জন্য মহিলা শিক্ষক ও মেয়ের জন্যও মহিলা শিক্ষক রাখাই বাঞ্চনীয়। আর সেই শিক্ষক এর বয়স ছেলে বা মেয়ের ১.৫ গুন হলে ভালো হবে। আমার এই যুক্তির কারণ মহিলা শিক্ষক ধারা ছেলে বা মেয়ের কোনো প্রকার ক্ষতি হবার সম্বাবনা অন্য ক্ষেত্রের চাইতে কম।

- গৃহশিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সময় নিন। ভাল ইন্টার্ভিউ নিন। গৃহশিক্ষককে বোঝার চেষ্টা করুন। - আপনার বাড়ি ফেরার সময় এডজাস্ট না করতে পারলে, শিক্ষকেরটা এমনভাবে এডজাস্ট করুন যাতে এরকম পরিস্থিতি না হয়। - একটি ছোট্ট সারভেইল্যান্স ডিভাইস (ওয়েবক্যাম/পোর্টেবল ক্যামেরা ইত্যাদি) ব্যবহার করে নজরদারী করতে পারেন।

আমি মনে করি ,আমাদের জীবনটা একটা যান্ত্রিক জীবনে পরিনত ,কর্মজীবী বাবা মায়েরা যদি ,তাদের সন্তানকে ,ছেলে সন্তানকে পুরুষ শিক্ষক এবং মেয়ে সন্তানকে মহিলা শিক্ষক দ্বারা পড়ালেখা করানো হয় তাহা হলে,আপনি যে সমস্যার কথা বল্লেন ,তাহা থাকার কথা না............................
