দেনাপাওনার হিসেব এখন আর মিলাইনা।চাওয়া পাওয়ার হিসেব কসতে সাহস হয়না।সবকিছুই হয়ত পেয়েছি জীবন থেকে,শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা আমিকে
আমাদের জীবন হচ্ছে সাদাকালো টিভি আর সিনেমা হচ্ছে রঙিন টিভির মতো । সিনেমায় যা কিছু রঙ্গিন বাস্তব জীবনে তা সাদাকালো । সিনেমায় সবকিছু করা যেমন খুব সহজ বাস্তব জীবনে তা করা ঠিক তত তাই কঠিন।
ঘুরে বেড়ানো আর ঘুমানো-দুটোই খুব ভালোবাসি, তবে অলস নই, হপ্তায় ৫ দিন ১০টা- ৬টা কামলা দেই।
সিনেমা টার পান্ডুলিপি লিখেন আমার আপনার মত শক্তিমান কল্পনাকারীরা, এখানে সবই প্রিস্ক্রিপ্টেড, জীবন সম্পুর্ন উলটো, কোন পান্ডু লিপি নেই, প্রত্যেক টা মুহুর্ত নতুন নিজের মনের মত হয় না...
আকাশ পাতাল তফাত.আপনি খেয়াল করলে দেখবেন সব সিনেমার হ্যাপি এন্ডিং হয়.বাস্তবে সব গল্প এর হ্যাপি এন্ডিং হয় না. সিনেমা নিয়ন্তন করার ক্ষমতা মানুষ এর হাতে থাকে,আর জীবনের স্ক্রিপ্ট টা পরিবতন এর ক্ষমতা মানুষের হাতে থাকে না.
সিনেমায় একটা গান শেষ হতে হতেই বড় হয়ে যাওয়া যাই বাস্তবে কস্ট করে লেখা পড়া করে বড় বড় হতে হয়. সিনেমায় মাজারে গিয়ে গান গাইলে মরা মানুষ ও জীবিত হয়ে যায়, বাস্তবে লক্ষ টাকা করে চিকিত্সা করেও বাচানো যায় না
সিনেমা আর বাস্তেবের মধ্যে বিস্তর তফাত। তবে তার মধ্যে সবচেয়ে বড় তাফাত হচ্ছে... সিনেমায় নির্ধারিত সময়ের মধ্যেই একটা ফলাফল পাওয়া যায় কিন্তু বস্তবে... এই হয়...তো এই আবার হারিয়ে যায়।