
মা বাবাকে সবার প্রথমে উপহার দিন. কারণ তাদের জন্য আজ আপনি এইখানে পৌছেছেন. উপহার পেয়ে যে মিষ্টি হাসি তারা দিবে সেটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন. তারপর যদি সম্ভব হয় দাদা দাদী অথবা নানা নানী , ভাই বোন কে অল্প অল্প করে কিসু গিফট দিবেন না পারলে বলবেন সামনের মাসে তোদেরকে দিব. আর অবশ্যই গার্ল ফ্রেন্ড কে দিতে ভুলবেন না তহলে কিন্তু খবর আছে. আর বাসায় যাওয়ার সময় কিছু খাবার নিয়ে যাবেন অথবা সবাই মিলে বাহিরে খেতে যান. আর নামাজ পড়তে ভুলবেন না কিন্তু.

আমার প্রথম পাওয়া বেতন আমি পুরটাই আমার মা কে দিয়েছিলাম। অদ্ভূত একটা ভালোলাগা ছিল ব্যাপারটাতে। মা ইচ্ছা মতন টাকাটা খরচ করেছিল। এটা করে দেখতে পারেন.

আমি মনে করি আপনার প্রথম মাসের বেতন পেয়ে প্রথমেই আপনার মায়ের জন্য কিছু ১ তা কিনবেন যা পেলে আপনার মা অত্যন্ত খুশি হবে, যে খুশি সে আজ পর্যন্ত খুঁজে পাননি ,সেই খুশীটি ফিরে পেতে পারে আপনার প্রথম উপহারটি পেয়ে, আশা করি সবাই সবার মাকে খুশি করার চেষ্টা করবেন,

মা-বাবা ও পরিজনদের উপহার দিন এবং কিছু টাকা দান করুন।

প্রথম বেতনটা নিয়ে মায়ের হাতে তুলে দিন , তখন মায়ের যে হাসিমুখ দেখবেন তার চেয়ে স্মরণীয় ঘটনা আপনার জীবনে আর আসবে বলে মনে হয়না ।

দান করে অথবা মা-বাবা কে উপহার দিয়ে

মা কে একটা শাড়ী কিনে দেন ৷

প্রথম বেতনতো মানে জীবনের প্রথম আয়! আর এই প্রথম বেতনের জন্য যারা আমাদের এই পর্যন্ত এনে দিয়েছেন,, যোগ্য করে তুলেছেন, তারাতো অবশ্যই আমাদের বাবা-মা! তাই প্রথম বেতনের একটা অংশ দিয়ে বাবা -মায়ের পছন্দের কিছু নিয়ে এসে তাদের হাতে দিন উষ্ণ ভালবাসা আর কৃতজ্ঞতার প্রতীকরূপে! সামান্য জিনিষ দিলেও ওনারা অনেক খুশি হবেন আর সেই খুশিতে খুশি হবেন আমাদের সৃষ্টিকর্তাও -- এর চেয়ে ভালো কাজ বা স্বরণীয় আর কিইবা হতে পারে!
ধন্যবাদ আপনাকে:)

নিজের প্রিয় মানুষ বাবা মা কে প্রথমে চিন্তা করতে হবে । মার প্রিয় জিনিস আর বাবার পছন্দের জিনিস কেনা উত্তম ।

মা কে একটা শাড়ি আর বাবাকে একটা ঘড়ি কিনে দেন।অনেক খুশি হবেন উনারা।

পুরো টাকাটা হারিয়ে রেখে আসুন অথবা পকেটমারের হাতে দিয়ে দিন....জম্পেশ স্মরণীয় হয়ে থাকবে....হে হে

সবাই যদিও মা-বাবার কথা বলছেন, কারও মাথায় এটা আসছে না যে একজন ব্যক্তির মা বাবা না-ও থাকতে পারে। জীবনে প্রথম আয়ে মা বাবা, ভাই বোন কিংবা গার্লফ্রেন্ডের প্রাপ্য অংশ কেন থাকবে সেটাও স্পষ্ট নয়(প্রথম বেতন তো মেয়েরাও পেতে পারে, গার্লফ্রেন্ডের কথাও কেন ধরে নিল সবাই জানি না!) আপনি আজকে যেখানে এসেছেন সেটা নিজ প্রচেষ্টায় এসেছেন। আপনার পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব অবশ্যই আপনাকে সাহায্য করেছে, কিন্তু সত্যিকারের পথ হাঁটাটা আপনাকেই হাঁটতে হয়েছে। হোঁচট খেলে কেউ তুলে ধরতে পারে নি, কারণ আপনি ভেবে দেখুন আপনার চাকরি জীবনে কোন সমস্যায় আপনার চেয়ে সবচেয়ে বেশি সহযোগীতা কেউ করতে পেরেছে কি না। আমার কথা খুব খুব স্বার্থপরের মত লাগতে পারে। কিন্তু নিজেকে নিজের প্রাপ্য সম্মান দিন, you deserve this। প্রথম বেতন পাওয়ার পর নিজেকে ট্রিট দিন: সেই প্রিয় ঘড়িটা কিনুন যেটা শুধু এতদিন দেখতেনই দোকানে; কিংবা কোন পছন্দের রেস্তোরাঁয় নতুন কোন এক্সাইটিং ডিশ চেখে দেখুন। নিজের পায়ে দাঁড়িয়েছেন আপনি, অন্য কারও পায়ে না। আপনার প্রথম আয় হল আপনার কৃতিত্ব, এর জন্য নিজেকে পুরস্কৃত করলে আপনার বাবা-মা, ভাই-বোন কিংবা বন্ধুরা আপনাকে নিয়ে গর্বিত-ই বোধ করবেন। সবশেষে সরাসরি বলি: আপনার আসপাশের মানুষগুলোর কথা ভুলে যাওয়া মোটেই কাম্য নয়। নিজের গুণে মুগ্ধ হয়ে আত্মভোলা যারা, তাদের কেউ পছন্দ করে না। তাই প্রথম আয় দিয়ে নিজেকে যথাযথভাবে কংগ্রেচুলেট করার পর অবশ্যই তাদের সম্মান দেখাতে ভুলবেন না যারা বিপদে-বিজয়ে সবসময় সাথে ছিল। সবাই-ই আপনার মত সৌভাগ্য পায় না, তাদের হয়ত বা নিজের যুদ্ধটা নিজেকেই নিরলসভাবে করে যেতে হয়। এজন্য এ কৃতজ্ঞতাজ্ঞাপনের দাবীদার আপনার কাছের মানুষেরা। সেটা পরিবার পরিজন-ই হোক, বা বন্ধু বান্ধব। নিজের শিক্ষকদের কথাও ভুলে যাবেন না, আপনার ব্যক্তিত্বের অনেকটুকু অংশই তাঁদের গড়ে দেয়া।

তোমার সবচেয়ে প্রিয় মানুষ বাবা মা কে প্রথমে উপহার দিন। মার প্রিয় জিনিস আর বাবার পছন্দের জিনিসটি উফের দিলে সবচেয়ে বেশি খুসি হবেন।

মা'র হাতে তুলে দেয়া যেতে পারে।

গরিব এতিম শিশুদের বিলিয়ে দিতে পারেন। সবচেয়ে উত্তম হবে সেটাই

পরিবারের পাশাপাশি পরিবারের বাইরের কাউকে কোনো সহযোগীতা করে সময়টাকে সুন্দর করে তোলা যায়..

মায়ের জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, ছোট ভাইয়ের কেডস, ছোট বোনের ফতুয়া... সবাই খুশি হবে
চাইলে আমাকে কিছু টাকা Flexi-Load করে দিতে পারেন আর বাকি টাকা মা বাবার হাতে দিবেন

সমস্থ টাকা আপনার মায়ের হাতে দিয়ে দেন..................

নিজের প্রথম বেতন বাব মা এর হাতে তুলে দিয়েছিলাম, এর চেয় ভাল কিছু আর হয় না। পরের মাসের বেতনের টাকা আমি আমার এলাকার মসজিদে দান করে দিয়েছিলাম।

আমি মনে করি মায়ের জন্য শাড়ি কিনুন। আর সকাল অথবা বিকালে যে সময়ই হোক বাবার সাথে বাজারে যান(বেতন পাওয়ার পর)। উনি দরদাম করবেন আর ভালো মন্দটা আপনার সাথে শেয়ার করবেন। আর আপনি পাশে থেকে বুজিয়ে দেবেন আপনি এখন প্রস্তুত বাবার কাছে থেকে সংসারের ভার একটু হলেও কমিয়ে নিতে। বাবাকে বলতে দিন। নোট রাখুন বাবার প্রিয় কি? কিনে ফেলুন তাই। না হলে পাশে থেকে আশ্বাস দিন-বাবা আমি তো আছিই। পরিবারে বড়ভাই বা অন্যন্য দের জন্য মিষ্টি নিয়ে যান। সবাই খুশি হবে । সবাই খুশি মানেই তো আপনি আরো একপা এগিয়ে যাবেন জীবনের দৌড়ে।।

আমি প্রথম বেতন দিয়ে , কফি খাওয়ার মগে আমার এবং স্ত্রীর ছবি প্রিন্ট করে সো কেস এ রেখে দিয়েছি।

পিতা-মাতা বর্তমান থাকলে অবশ্যই বলব তাঁদের হাতে তাঁদের পছন্দের কিছু এনে দিবেন তাতে তাঁরা অনেক খুশি হবেন! আর ছোট ভাই বোন থাকলে তাঁদের পছন্দমত কিছু করতে পারেন! ধন্যবাদ...।
ভালো কিছু করে

মা-বাবা, ভাই-বোন, প্রিয়জনের জন্য এমন কিছু উপহার কেনা যা দীর্ঘস্থায়ী। জিনিসটাতে হাত পড়তেই তা স্মরণ করিয়ে দিবে সেই প্রথম দিনের কথা।
