অবস্থান ১৪ আবুল হাসনাত রোড, সাতরওজা ঢাকা। স্থানটি পুরান ঢাকার বংশাল থানা এলাকায় আওতাধীন। খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত। ওদের বিশেষ আকর্ষণ বাসমতি চালের কাচ্চি....
হা হা ... আপু কলকাতা কাচ্চি ঘরের পাশেই আমার বাসা। এটা সাতরওজা মাজারের একটু সামনে। আবুল হাসনাত রোডে। আপনি সাতরওজা মাজারের কাছে এসে কাউকে বললেই দেখিয়ে দিবে। বাসমতি চাউলের কাচ্চি পাবেন। তবে দোকান খুবই ছোট। তাই খাবারের সময় মানে দুপুরে আর রাতে ভীড়-বাট্টা লেগেই থাকে। দুপুরের আগে ও বিকালে-সন্ধ্যায় একটু খালি পাবেন। প্লেট ১৫০ টাকা। এইটাই খেয়ে পেট ভরে যাবে। সাথে ওরা চাটনি দেয়। খেলে ভালোই লাগবে।
আমার বাসার এত কাছে এসে খেয়ে দেখা না করে চলে যাবেন না কিন্তু!