ফাহিম মাশরুর
প্রশ্ন করেছেন

ফাহিম ভাইয়া, সবাই মোটামুটি সব উত্তর দিয়েছে। এই লিংকে আরও কিছু তথ্য আছে। কাজে লাগতে পারে। http://www.banglanews24.com/LifeStyle/detailsnews.php?nssl=3399

৩ বছর বয়সের মধ্যে শিশুর মাঝে নিচের লক্ষনগুলি দেখলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন... * শিশুর ভাষা শিখতে সমস্যা -- ১ বছর বয়সের মধ্যে দা...দা, বা...বা, বু...বু, উচ্চারন না করা। --২ বছর বয়সের মধ্যে অর্থপূর্ণ ২ টি শব্দ দিয়ে কথা বলতে না পারা। * শিশু যদি চোখে চোখ না রাখে। * নাম ধড়ে ডাকলে সারা না দেয়। * অন্যের সাথে মিশতে এবং আদর নিতে বা দিতে সমস্যা হয়। * পছন্দের বস্তু/বিষয় অন্যদের সাথে ভাগাভাগি করতে না পারা। * অন্যের বলা কথা বার বার বলে। * বার বার একই আচরন করে। বিঃদ্র্ঃ- উপরের কোনো লক্ষন অল্প সময়ের জন্য থাকলেই যে তার মাঝে আটিজম আছে তা বলার বিন্দু মাত্র অবকাশ নেই, তবে নিশ্চিত হয়ার জন্য চিকিৎসকের পরামর্শ আবশ্যক।

পাগলী এর উত্তর ঠিক আছে। আরো .... * শিশু তাকানোর ভংগি অস্বভাবিক হয়। * স্বাভাবিক ভাবে হাটতে পারে না। * রাগ অত্যান্ত বেশি দেখা যায় অনেকের। * শরীরের কোন কোন অংগ স্বাভাবিক থাকে না। * যখন কথা বলে তখন উচ্চারনে সমস্যা হয়। * হাসলে হাসতেই থাকে।

• ৬ মাস বয়স হওয়ার পরও হাসি অথবা অন্যান্য অনুভুতি প্রকাশ করে না. • ১ বছরের মধ্যে অর্থবোধক কোন কিছু উচ্চারণ করে না বা কোন কিছু আঙ্গুল দিয়ে দেখায় না. • ১৮ মাসের মধ্যেও কিছু সম্পূর্ণ শব্দ বলতে পারে না. • ৩০ মাসের মধ্যেও কোন অর্থবোধক সম্পূর্ণ শব্দ/বাক্য বলতে পারে না. • স্বাভাবিক শিশুদের মত খেলায় উৎসাহ দেখায় না. • একই কথা বার বার বলে/ সরাসরি তাকায় না/ সবকিছুতে অনাগ্রহ. • না বুঝেই নিজের এবং অন্যের শারিরীক ক্ষতি করে. • একা একা থাকতে/খেলতে বেশী পছন্দ কবে. • সামাজিক যোগাযোগে অক্ষম/ ভাব প্রকাশে অসমর্থ. এই সব লক্ষন থাকলে বুঝবেন আপনার শিশু অটিজোমে আক্রান্ত। অটিজম শুধু মাত্র ঔষধে নিরাময় সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা।এ সমস্ত লক্ষন দেখা গেলে যে কোন রেজিস্টার্ড হসপিটাল থেকে টেস্ট করিয়ে নিতে হবে, আপনার সন্তান অটিজমে আক্রান্ত কি না। স্পিচ থেরাপিস্ট এবং অন্যান্য থেরাপিস্ট দ্বারা শিশুদের নিয়মিত থেরাপির ব্যবস্হা করা যায়। এছাড়া তিন বছর থেকে এই শিশুদের স্পেশাল স্কুল এ ভর্তি করে দিলে এই থেরাপিস্ট এর সুবিধা তারা সেখান থেকেই পেতে পারেন। বাংলাদেশে ''এ্যাডভান্স স্কুল ফর স্পেশাল চিলড্রেন'' হচ্ছে অটিজমে আক্রান্ত শিশুদের জন্য একটি স্কুল। ঠিকানাএ্যাডভান্সড স্কুল ফর স্পেশাল চিলড্রেন ১৪/২ বাবর রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭, মোবাইল: ০১৭৩৫৫০১৯৯৫;০১৮১৯১৯৯৭৯৫ ইমেইল: assc.bangladesh@gmail.com ওয়েব: assc-bd.org অথবা http://asscbd.webs.com দিচ্ছিঃ

প্রথমেই একটি বিষয় বুঝে নিন। অটিজমের কোন চিকিৎসা নেই। যদি শিশুর মাঝে অটিজম ধরা পরে তাহলে তার জীবন মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের জন্য যে শিক্ষা তা প্রচলিত শিক্ষার মত না। আপনি এই বিষয়ে জানতে "ব্যতিক্রম ধর্মী শিশু" বইটি পড়তে পারেন। এই মুহূর্তে আমার লেখকের নাম মনে পড়ছে না। ঢাকার নীল ক্ষেতে এই বই সহজেই পাবেন। সেখানে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। যদি শিশু খুব ছোট হয় এবং সন্দেহ হয় যে তার মাঝে কিছু ব্যতিক্রম আছে তাহলে সরকারী হাসপাতালের শিশু বিভাগে যোগাযোগ করেন। সেখানে শিশু বিভাগে শিশুর মাঝে প্রতিবন্ধীতা সনাক্ত করার ব্যবস্থা থাকে। আর যদি বিশেষ ভাবে অটিজম চেক করতে চান তাহলে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, কল্যাণী, সাহিক, সুইড বাংলাদেশ সহ অনেক সংগঠন রয়েছে। আর বিশেষজ্ঞ দেখাতে চাইলে পিজি হাসপাতালের সিনাক বিভাগে দেখাতে পারেন।
