
চিকিৎসা বিজ্ঞানের কথা জানিনা তবে ইসলাম ধর্মে সন্তানের বয়স সাত দিনের সময় তার মাথার চুল ফেলে চুলের ওজন বরাবর রুপা ছদকা করা ও আকিকা করে নাম রাখা সুন্নত।


জন্মের সপ্তম দিনে নবজাতকের মাথা ন্যাড়া করে সুন্দর একটি নাম রেখে পশু জবাই করে আকিকা দিবে এবং চুলের সমপরিমাণ স্বর্ণ অপারগতায় রুপা দান করার বিধান ইসলামে আছে! তবে আকিকা দিতে অপারগ হলে না দিলেও হবে পরবর্তীতে সামর্থ হলে আকিকা দেয়া যাবে এবং পিতা-মাতার আর্থিক অসঙ্গতি থাকলে শিশুটি বড় হয়ে সামর্থ থাকলে নিজের আকিকা নিজেও দিতে পারবে! তবে চুল ফেলা ও নাম রাখার জন্য অনুষ্ঠান করা শর্ত নয়, অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। শুধু নাম ঘোষণা করে দিলেই নাম রাখা হয়ে যাবে।না জানার কারণে যদি সপ্তম দিন অতিবাহিত হয়ে যায়, তাহলে যেকোনো দিন নাম রেখে দিলেই হবে।
যতদূর জানি সনাতন ধর্মেও এমন একটা বিধান রয়েছে! বৈজ্ঞানিকভাবে এর কোন ক্ষতির কথা জানা নেই! পরিশেষে বলা যায় যে জন্মের সপ্তম দিনে নবজাতকের মাথা ন্যাড়া করে একটু সুন্দর নাম দিবে শিশুটিকে এটা শুধুই একটা কুসংস্কার বা সামাজিক প্রথা নয়!
সুস্থ থেকো, ভালো থেকো নিরন্তর,,,,,,,,,,,,,, ধন্যবাদ দীপ্তি:)

ধর্মীয় দৃষ্টিকোণ বা চিকিত্সাবিজ্ঞান কি বলে আমি তা জানি না | একটি শিশু যখন মার গর্ভো থেকে ভূমিষ্ঠ হয় তখন দেখা যাই তার সারা শরীরে পিচ্ছিল আঠার মত একধরনের পদার্থ লেগে থাকে, যা শিশুটির জন্য গর্ভাবস্তায় ভালো কিন্তু ভূমিষ্ঠ হবার পর ক্ষতি | কারণ পিচ্ছিল আঠা শিশুর দেহে শুকিয়ে গেলে শিশুটির কষ্ট হয় | কর্তব্যরত ব্যক্তিগণ শিশুটির হাত,পা, দেহ পরিষ্কার করেন ঠিকই কিন্তু মাথায় চুল থাকাতে সেটি তেমন পরিষ্কার করতে পারেন না আবার সেই মুহুর্তে ব্লেড দিয়ে তার চুল কাটাও রিস্ক তাই শিশুর মাথার চুল তার জন্মের কয়েকদিন পর কাটা হয়ে থাকে | এখানে সাত দিন বলে কোনো কথা নেই তবে হ্যা শিশু ভূমিষ্ঠ হবার ৫-৬ দিনের মধ্যেই তার মাথাটি একটু পরিপক্ক হয় |

সো ফার চুল ফেলে দেয়ার পক্ষেই উত্তর দিয়েছেন সবাই। তবে আমিও তেমন কিছু জানি না তাত্ত্বিকগত দিক দিয়ে। তবে কোথাও পড়েছিলাম বাচ্চাদের চুল ছয় মাস আগে ফেলতে না, এতে মস্তিষ্কের গ্রোত ব্যাহত হয়।তবে এটা নিশ্চিত জানি যে, নবজাতকের মাথায় ৩০০র মত হাড় থাকে যা বড় হতে হতে জোড়া লেগে যায় এবং ২০০তে পরিণত হয়। তাই নবজাতকের মাথা নিয়ে গুতাগুতি না করাই মনে হয় ভাল।চুল কাটতে পারেন,জাস্ট ক্লিন শেইভ করা মনে হয় অনুচিত। তবে আমি নিশ্চিত জানি না চুলের ব্যাপারটা...তারপরো মনে হচ্ছে লজিকাল কিছু কিছু ক্ষেত্রে...হাহাহাহহা... ভাল থাকবেন...

চুল না ফেললে পরবর্তী তে চুল পাতলা ই থাকবে, ঘর হবে না।
