দীপ্তি
প্রশ্ন করেছেন

আমি এই সকল বয়সের জন্যই উপযুক্ত বই দিতে বলব এবং এর একটি সুদূরপ্রসারী ভালো ফলও হবে বলে আশা রাখি | বাচ্চাদেরকে খেলনা দিলে দুটি জিনিস বেশি হয় - তারা জিনিসটি নিয়ে কয়দিন খেলে ভেঙ্গে ফেলে অথবা অতি সাবধানী বাবা/মা খেলনাটি একটি শো-পিসের মত সাজিয়ে রাখে, ধরতেও মানা | খেলনা থেকে সুন্দর কিছু সময় কাটানো হয়, হ্যা, যদি শিক্ষামূলক খেলনা দিতে পারেন তবে খুব ভালো হয় | কিন্তু যদি বই দিয়ে থাকেন, তবে সেই বইটি তাকে পড়তে উদ্ভুদ্ধ করবে এবং নির্মল আনন্দের পাশাপাশি শিক্ষাও দিবে | ৩-৫ বছর বয়সের বাচ্চাদের জন্য ছবি সহ গল্পের বই থাকে যেখানে প্রতিটি ছবির সাথে খুব বেশি হলে কয়েকটি শব্দ দিয়ে গল্পটি বুঝানো হয় | বাচ্চারা পরা শেখার আগেই এই ধরনের বই পেলে ছবি দেখেই গল্প বুঝে যায় এবং পড়া শেখার প্রতি একটি আলাদা আগ্রহ জন্মায় | আর এর থেকে বড় বয়সের জন্য প্রচুর বই রয়েছে - মজার গল্প থেকে শুরু করে কুইজ বা বুদ্ধি খাটানোর বই, সবই রয়েছে | আমি বাচ্চাদেরকে তাদের উপযোগী বই দিতে বেশি উত্সাহী কারণ শিশুরা আমাদের ভবিষ্যত - তাদেরকে আনন্দ দেবার সাথে সাথে যদি একটি ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারি তাহলে এর থেকে ভালো আর কি আছে বলুন | ৩-৫ ও ৫-৮ এর জন্য কিছু শিক্ষামূলক খেলনা আমি গুলশানের UAE মার্কেটের কিছু দোকানে দেখেছিলাম | একটু খুজলে মোটামোটি ভালো দামেই অনেক খেলনা পাওয়া যায় | এদের জন্য কিছু CD ও নিতে পারেন, যেমন টোনাটুনি সিরিজের গল্পের বই যার সাথে আজকাল ভিডিও CD ও আসে | আর ৯-১২ বছরের বাচ্চাদের জন্য কিন্তু আজকাল প্রচুর Edutainment গেমস রয়েছে যা নেট থেকে ডাউনলোড করে CD তে কপি করে দিতেন পারেন (পাইরেসি করতে বলছি, হাহাহা) | আমি এই কাজ করেছি এবং আমার সেই পিচ্চি খালাত ভাইগুলি খুব পছন্দ করেছিল |

আমার যেটা মনে হয় সকল বয়সের মানুষের জন্য বইয়ের থেকে ভালো কোনো উপহার হতেই পারে না l বই একমাত্র উপহার যা সব সময় যত্নের সাথে সংগ্রহে থাকে l এখন কথা হলো বই দিবেন জন্য যে দস্তুর মত শুধু শিক্ষনীয় বই দিবেন তা নয় l * গল্পের বই দিতে পারেন,ছোটদের উপযোগী প্রচুর ভালো ভালো মজার গল্পের বই আছে একটু ধৈয্য নিয়ে খুজলেই পেয়ে যাবেন এমন বই l * অনেক বাচ্চা কবিতা আবৃতি করতে ভালবাসে তাদের জন্য কবিতার বই দারুন একটি উপহার l আর যদি আবৃতির সাথে তার কোনো যোগসূত্র নাও থাকে তবে আপনার উপহার তাকে এতে আগ্রহী ও করে তুলতে পারে l * ছবি আঁকার জন্য যে সকল বই আছে ছোট বাচ্চাদের জন্য এমন একটি বই আর এক সেট রং পেন্সিল নিঃসন্দেহে মুখে খুশির ঝিলিক নিয়ে আসবে l * এছাড়াও কমিক্স খুব ভালো উপহার l কমিক্স ভালবাসে না এমন বাচ্চা হয়ত খুঁজেই পাওয়া যাবে না l বই ছাড়াও পড়াশুনার কোনো জিনিস ভালো উপহার হতে পারে l আর যদি বলেন কম্পিউটার গেমস এর কথা তবে সত্যি বলতে আমি আর পক্ষপাতি নই l এমনিতেই আজকালকার বাচ্চারা কম্পিউটারের পোকা হয় l বাহিরে খোলা খেলার মাঠ তো পায় না তাই কম্পিউটারের পর্দাকে অনায়াসে ক্রীকেট বা ফুটবলের মাঠ বানিয়ে নেয় l তাই হাতে ধরে আরো আসক্তি বাড়ানোর দরকার নেই বলে আমার ধারণা l ওহ হ্যা ভুলেই যাচ্ছিলাম আরো একটা দারুন উপহার আছে l সেটা হলো গাছ l বাসায় খোলা উঠোন না থাকুক একফালি বারান্দা তো থাকেই l তাই টবে করে সুন্দর একটা ফুলের বা বাহারি গাছ দিয়ে দিন l এতে করে ওর সবুজের প্রতি ভালোবাসাও তৈরী হবে,গাছ জল দেয়া-যত্ন নেয়ার মাধ্যমে চরিত্রে দ্বায়িত্ব বোধও তৈরী হবে l মোট কথা পরিবেশ প্রেমী সবুজ মনের মানুষে পরিনত হবার পথে পা বাড়াবে l

শুধু গিফট দিলেই হবে না, যাকে গিফট দেয়া হবে তাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে অর্থাত তার ভালো লাগা, মন্দ লাগা আপনাকে ভালোভাবে জানতে হবে আসলেই সে কিসে মজা পাই বা আনন্দিত হয় | তবে উসুয়াল্লি শিশুরা বয়সভেদে নিম্নোক্ত জিনিসগুলো লাইক করে থাকে: ৩-৫= চকলেট (m & f একই); ৫-৮ = খেলনা (m =পিস্তল,ফুটবল, ক্রিকেট ব্যাট etc & f =পুতুল,); ৯-১২ = জোকস এর বইসহ অন্য কোনো হাসির বা সৃজনশীল বই সাথে খেলা-ধুলার উপকরণ | বি.দ্র. ৫-৮ & ৯-১২ দের জন্য কিছু আধুনিক গেম আসছে, যা আমার এই মুহুর্তে মনে আসছে না | আমি পরে কোনো সময় বলে দিব ইনসাল্লাহ |

বাচ্চাদের নতুন যে কোন জিনিসই পছন্দ হয় !! আমাদেরও তো এখনো যে কোন গিফট পেতে ভালই লাগে। ৩-৫ বছরের বাচ্চাদের জন্য আমার মতে সাধারন পোশাক দেয়া যেতে পারে। কারন এই বয়সে অনেক মা-বাবাই বাচ্চাদের চকলেট, চিপস দিতে চায় না। বাচ্চারা তো নতুন জামা অনেক বেশি পছন্দ করে। তাছাড়া খেলনা তো আছেই!! ৫-৮ বয়সের বাচ্চাদের গল্পের বই, চকলেট দেয়া যায়! আর ৯-১২ বছরের বাচ্চাদের ও গল্পের বই, শিক্ষণীয় বই, শিশুদের সাধারন জ্ঞানের বই, চকলেট, দেয়া যেতে পারে।

ভালো গল্পের বই দিতে পারেন ।

বই। বই। বই।

যারা বাচ্চার জন্মদিনের উপহার নিয়ে চিন্তিত তাদের জন্য আমি বলবো একবার স্বপ্নের যেকোনো আউটলেটে যেয়ে দেখে আসবেন ফানডার গার্টেনের বেবী পাজল।২০০টাকায় রুচিশীল শিক্ষনীয় খেলনা। https://www.facebook.com/funDerGarten
