আপনার দেখা মুক্তিযদ্ধ ভিত্তিক সেরা চলচ্চিত্র কোনটি? কি কারনে চলচ্চিত্রটি আপনার ভাল লেগেছে জানতে চাই?
আমানুল্লাহ সরকার
প্রশ্ন করেছেন

গেরিলা ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি । আমি কয়েকবার দেখেছি । আপনিও চাইলে একবার দেখতে পারেন ছবিটা

"আমার বন্ধু রাশেদ".. ভালো লাগার কারণ হচ্ছে, মুক্তিযুদ্ধের খুব কম ছবিই তরুণ-কিশোরদের ভূমিকা তখন কেমন ছিল তা তুলে ধরেছে.. ছবির গল্প এবং মেকিং টা সুন্দর ছিল, সমসাময়িক সময়ের চাহিদা মাথায় রেখে কিছুটা আধুনিকতার ছোয়া ছিল, যা এখনকার তরুণ-কিশোরদের আকৃষ্ট করতে পেরেছে..সর্বোপরি সকলের অভিনয় ভালো ছিল...ধন্যবাদ...

ওরা এগার জন ছবিটা বার বার দেকতে ইচ্ছা করে
