Preview
প্রশ্ন করুন

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

Preview অনেক চাকুরীর বিজ্ঞাপনে CV চায় আবার কোথাও Resume চেয়ে থাকে l CV ও Resume এর মধ্যে ও মূলত পার্থক্য কি?

*ক্যারিয়ারটিপস* *জীবনবৃত্তান্ত* *সিভিরাইটিং* *কর্মজীবীনারী*
( ১ টি উত্তর আছে )

( ৩,৩৪৮ বার দেখা হয়েছে)

এইচ,এম,মাসউদুল আলম ফয়সাল  জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে গম্ভীর, স্তব্ধ, শান্ত, নির্বিকার

মহাগুরু

রেজুমি ও সিভির মূল অংশগুলো একই রকমের। রেজুমি মূলত এক বা দুই পৃষ্ঠায় লেখা হয়। রেজুমি যেহেতু আকারে ছোট, তাই ভিন্ন ভিন্ন চাকুরীর আবেদনে আপনার রেজুমিটিও হতে পারে ভিন্ন। কারন, আপনাকে প্রাসঙ্গিক বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।জীবনবৃত্তান্তকে ইংরেজিতে দুইভাবে বলা হয়ে থাকে, কারিকুলাম ভিটে (সিভি) ও রেজ্যুমে। শব্দ দুটোর অর্থ মোটামুটি একই রকম। রিজিউমে শব্দটি মার্কিন ঘরানার ইংরেজিতে ব্যবহৃত হয় আর সিভি বা কারিকুলাম ভিটে ব্যবহৃত হয় মূলত ব্রিটিশ ইংরেজিতে। তবে নামের বাইরেও সামান্য কিছু পার্থক্য আছে এ দুয়ের মধ্যে। রিজিউমে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা আর অন্যান্য প্রাসঙ্গিক যোগ্যতাই আসে মূলত। রিজিউমে বেশি প্রচলিত যুক্তরাষ্ট্রে। আমাদের দেশে রিজিউমে ও সিভি দুটিরই ব্যবহার থাকলেও সিভিই বেশি প্রচলিত। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় চাকরির আবেদনের জন্য বেশি ব্যবহৃত হয় কারিকুলাম ভিটে। ল্যাটিন শব্দ ‘ভিটে’-র আভিধানিক অর্থ জীবন। তাই রিজিউমে থাকা যোগ্যতাগুলো সিভিতে তো থাকেই, সঙ্গে জীবনের কিছু তথ্য-ব্যক্তিগত তথ্য উঠে আসে। পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সিভিতে নিজের কথা, পছন্দ-অপছন্দ, অভিজ্ঞতা, ভাষাজ্ঞান, পারিপার্শ্বিক জ্ঞানসহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে।অন্যদিকে সিভি লেখায় পৃষ্ঠার সীমাবদ্ধতা নেই এবং স্বাভাবিকভাবেই বিবরনগুলোও হয় তুলনামূলক বিস্তারিত, এমনকি এখানে কয়েকজন সম্মানিত ব্যাক্তির নাম-ঠিকানা (রেফারেন্স) উল্লেখ করা হয়ে থাকে। সাধারণত, মধ্যম বা উচ্চস্তরের চাকুরি (ক্যারিয়ার) অথবা ফেলোশীপের জন্য কাজে লাগে। তার মানে রেজুমি ও সিভির প্রধান পার্থক্য এর আকারে এবং প্রাসঙ্গিকতায়। একটা জিনিস মনে রাখতে হবে যে জন্মস্থান, ধর্মীয় বিশ্বাস, বৈবাহিক অবস্থা ইত্যাদি নিতান্ত ব্যাক্তিগত তথ্য কোনভাবেই রেজুমির অংশ হতে পারেনা।


অথবা,