
প্রথমেই জেনে নিতে হবে ট্রান্সপোর্টেশন, থাকা, খাওয়ার খরচাদি।
এরপর জেনে নিতে হবে, ভিসা প্রসেসিং, এমব্যাসির ঠিকানা ( যদি ভিসার প্রয়োজন হয়)।
স্থানীয় আবহাওয়া আর তার সাথে সামঞ্জস্যপূর্ণ পোষাকাদি।
যেভাবে যাবেন, তার ব্যাবস্থা সম্পরকেঃ কোথা থেকে টিকেট কাটবেন, টিকেটের দাম, ট্রানজিট কত সময়।
যে দেশে যাবেন তার ইমিগ্রেশনের বেসিক রুলস।
কিভাবে থাকবেন , কোথায় থ্তাথযাদি, কত খরচ তার তথ্যাদি।
কি খাবেন, কোথায় খাবেন, কত খরচ তার তথ্যাদি।
যদি ভ্রমণের জন্য যান, তবে কোথায় কোথায় যাবেন, বেসিক তথ্যাদি, এন্ট্রি ফি, ঠিকানা ও লোকাশন, কিভাবে যাবেন, খরচ কত, ট্যুরিস্ট ম্যাপের হার্ড কপি বা ভিজিটিং পয়েন্টগুলো ডিভাইসে সেটিংস।
ডিটেইল ট্যুর আইটিনেরারী অ্যান্ড প্ল্যানিং
যদি পছন্দের কিছু কেনাকাটা করেন, তবে বেষ্ট জিনিষটি কোথা থেকে কিনবেন , তার বিস্তারিত।
কারেন্সী রেট আর চেঞ্জিং পয়েন্ট।
কি কি সাথে নিবেন, তার লিষ্ট করে নিয়ে ব্যাগেজ প্রস্তুত করা।
ঐ দেশে প্রথমে ঢুকেই কোথায় যাবেন, কিভাবে যাবেন, তার প্ল্যানিং
আপনি যদি নিচের দেশ গুলো ভ্রমণ করতে চান, তবে ভ্রমণ বিষয়ক অগ্রিম কিছু তথ্যের জন্য উল্লেখিত লিঙ্ক গুলো ভিজ্ট করতে পারেনঃ
আভিলা, স্পেনঃ shiblysadiq.blogspot.com/2011_07_05_archive.html
মঙ্গোলিয়াঃ https://shiblysadiq.blogspot.com/2017/08/
রিগা, লাটভিয়াঃ shiblysadiq.blogspot.com/2009_08_20_archive.html
রিবনিক, পোল্যান্ড ঃ shiblysadiq.blogspot.com/2009_08_10_archive.html

আবহাওয়া, খাদ্যাবাস, সংস্কৃতি, ভাষা, প্রশাসন কাঠামো, প্রশাসনিকভাবে আপনার নিরাপত্তা এইতো আরকি।

কোনো দেশ ভ্রমণের পূর্বে সে দেশের মানচিত্র, আবহাওয়া, ভাষা, সংস্কৃতি, মুদ্রা, দর্শনীয় স্থান সমূহ, নিরাপত্তা ব্যবস্থা এবং সহজ যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জানতে হবে

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সে দেশের ভাষা,কৃষ্টি-কালচার, কারেন্সি,প্রশাসন কাঠামো,নিরাপত্তা ব্যবস্থা,আবহাওয়া, খাদ্যাবাস, রোডম্যাপ, থাকার সুবিধা,রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি বিষয় অবশ্যই জানা থাকা জরুরি।

রোদেলা আপু বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের কথা বলেছে। তবে আমার কাছে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ন মনে হয়।তা হচ্ছে কারেন্সি। যে দেশে ভ্রমনের ইচ্ছা সেখানকার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জেনে নেওয়াটাও জরুরি।এতে আপনি আপনার নির্দিষ্ট কয়েক দিনের ভ্রমনের জন্য কেমন পরিমাণ অর্থ সঙ্গে রাখতে হবে তার ধারনা নিতে পারবেন।

ভাষা যতটুকু সম্ভব। ড্রেস কোড। যাতায়াত ব্যবস্থা

প্রথমেই জনবেন সে দেশের ভিসা সম্পর্কে। কতদিন মেয়াদ এইসব সব।
গুরুত্বপূর্ণ স্থান সমূহ।
থাকা খাওার দুই ব্যবস্থা নিয়ে জানবেন।
সতর্কতা মূলক সব কিছু জানবেন।
তবে ভালো হয় ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে গেলে। আমার পরিচিত বেস্ট ট্রাভেল এজেন্সি জানতে এখানে ক্লিক করুন।
