ইমরান নাজির লিপু
প্রশ্ন করেছেন


কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস।তার প্রথম উপন্যাস বাঁধন হারা। উপন্যাস তিনটি হচ্ছেঃ বাঁধন হারা (উপন্যাস) ১৯২৭ মৃত্যুক্ষুধা (উপন্যাস) ১৯৩০ কুহেলিকা (উপন্যাস) ১৯৩১

** জন্ম: 25 মে 1899 ( 11 ই জৈস্ঠ 1306 বাংলা) ** জন্মস্থান: পশ্চিম বাংলার আসানসোল মহকুমার চুরূলিয়া গ্রামে। ** ভারত থেকে স্হায়ীভাবে বাংলাদেশে আনা হয় 24 মে 1972 ** বিদ্রোহী প্রকাশিত হয় 1921 সালে বিজলী পত্রিকায় ** অগ্নিবীনা প্রকাশিত হয় 1922 সালে ** ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান 1974 ** নজরুল প্রথম: উপন্যাস: বাধন হারা, কবিতা: মুক্তি, কাব্য: অগ্নিবীণা, ছোট গল্প: হেনা, নাটক: ঝিলিমিলি প্রবন্ধ গ্রন্থ: যুগবাণী(1921), প্রবন্ধ: তুর্কি মহিলার ঘোমটা খোলা কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাঃ লাঙ্গল, ধূমকেতু, নবযুগ। কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলোর নাম --- ‘বাঁধনহারা’ (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১)।

বাঁধনহারা,মৃত্যুক্ষুধা ও কুহেলিকা !

কাজী নজরুল ইসলামের উপন্যাসের সংখ্যা খুব বেশি না । বাঁধন হারা (১৯২৭ ) , মৃত্যুক্ষুধা (১৯৩০) এবং কূহেলিকা (১৯৩১ ) । এ ছাড়া তাঁর বিখ্যাত গল্পঃ পদ্মগোখরা ও চোখের চাতক । তাঁর প্রথম উপন্যাসের নাম ' বাধন হারা । ব্যথার দান এবং রিক্তের বেদন--এই দুটি বইও তাঁর উপন্যাসের পর্যায়ভুক্ত করা যায় ।

বাঁধনহারা,মৃত্যুক্ষুধা ও কুহেলিকা


উত্তর: "হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। বিদ্রোহী কবি কাজী নজরুলের প্রথম উপন্যাস হচ্ছে "ব্যাথার দান.
শুভেচ্ছান্তে..............................

কাজী নজরুল ইসলাম এর বিখ্যাত কিছু উপন্যাস হলো বাঁধনহারা,মৃত্যুক্ষুধা ও কুহেলিকা। তার প্রথম উপন্যাস হলো বাঁধনহারা। এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
