Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

( ৫ টি উত্তর আছে )

( ১২,১৮৪ বার দেখা হয়েছে)

রিনি  শূন্য থেকে শুরু....

গুরু

খুব টেকনিকাল একটি প্রশ্ন... জানিনা সঠিক ভাবে গুছিয়ে লিখতে পারব কিনা.. সমাজ কল্যাণ হচ্ছে এক ধরনের প্ল্যানিং স্কিম, যা সমাজের লিভিং স্ট্যান্ডার্ড উন্নয়নের জন্য মূলত নেয়া হয়..যেমন: বেকার ভাতা, বয়স্ক ভাতা এগুলো সমাজ কল্যাণ এ নেয়া বিভিন্ন স্কিম... অন্যদিকে সমাজ কর্ম, হচ্ছে এক ধরনের প্রফেশন, যা মূলত ব্যক্তি কখনো পুরো সমাজ, আর কখনো একক ব্যক্তির উন্নয়নে করে থাকে..যেমন, উদ্বাস্তু ব্যক্তিকে ঘরের ব্যবস্থা করে দেয়া... মোদ্দা কথা, দুটোতেই মূল লক্ষ্য সমাজের উন্নয়ন...ধন্যবাদ...

Shamrat  

গুণী

সনাজকল্যান বলতে বুঝায় সমাজের মধ্যে বিদ্যমান জটিল সমস্যা সমাধান করে সমাজের কল্যান সাধন।

আর সমাজকর্ম হচ্ছে, সমাজের মধ্যে বিদ্যমান সমস্যাগ্রস্ত ব্যাক্তি,দল,সমষ্টি সকলের সমস্যা সমাধানের জন্য তাদের সুপ্ত মেধার বিকাশ ঘটিয়ে নিজ সম্পদের মাধ্যমে নিজেদের সমস্যা নিজেরা মোকাবিলা করার প্রক্রিয়া।  

আদনান আকিব  সংবাদকর্মী।

পন্ডিত

কাউকে আঘাত করার উদ্দেশ্য ছাড়াই এক কথায় উত্তর দিচ্ছি ... বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ যা প্রতিশ্রুতি করেন তা হচ্ছে সমাজ কল্যাণ| আর আদতে যা করেন তা হচ্ছে ব্যক্তিস্বার্থ সমৃদ্ধ সমাজ কর্মের অন্তর্ভুক্ত|

Shykhul islam  পথিক তুমি পথ হারাইয়াছো????

পন্ডিত

সমাজ কল্যাণ হচ্ছে একটা থিওরী আর এর প্রায়োগিক দিক হচ্ছে 'সমাজ কর্ম'

গাজী আজিজ  বাংলাদেশের বোকাসোকা একজন মানুষ। ।

মহাগুরু

সমাজের কল্যানের জন্যে যে কাজগুলি করা হয়, তাহাই সমাজ কর্ম। আর যে কাজ বা কর্ম সম্পাদনের পর সমাজের যে কল্যান হয়, তাহাই সমাজ কল্যান।


অথবা,