নিজের গাড়ি হচ্ছে রাতে ঘোরার জন্য সবচেয়ে নিরাপদ ট্রান্সপোর্ট। ঢাকা শহরের ভেতরে ঘুরতে যান অথবা বাইরে,নিজের গাড়ির চেয়ে ভালো বাহন আর কোনটা নেই। তবে রাতে ঘুরতে বের হলে অবশ্যই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স সাথে রাখবেন। তাহলে অযাচিত পুলিশি ঝামেলা থেকে রক্ষা পাবেন। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে রাতে বড় বড় ট্রাক এবং লরি বের হয়, তাই সাবধানে গাড়ি ড্রাইভ করতে হবে।
আসলে এটা ডিপেন্ড করে আপনি কোথায় যাচ্ছেন তার উপর। যদি লং ড্রাইভে যাওয়ার প্ল্যান থাকে তাহলে নিজের গাড়ি বা মোটর সাইকেল হল বেস্ট অপশন। কিন্তু আপনি যদি পুরনো ঢাকার মতো জায়গায় যাওয়ার প্ল্যান করেন, তখন রিকশা হল সবচেয়ে নিরাপদ। কারণ এই ধরনের জায়গায় যানজট অনেক যার জন্য গাড়ি চালায় মজা পাবেন না।