দীপ্তি
প্রশ্ন করেছেন

সন্তানের সামান্য যেকোনো বিষয়ের বাবা-মায়ের প্রতিক্রিয়া প্রকাশ একই রকম থাকবে। শুধু তা-ই নয়। এমন প্রতিশ্রুতি কখনো সন্তানকে দেবেন না, যা আপনি রাখতে পারবেন না। যেকোনো অসামঞ্জস্যতায় সন্তান বিভ্রান্তির মধ্যে বড় হয়। ঠিক-বেঠিকের ধারণা তার সঠিকভাবে হয় না। নৈতিক মূল্যবোধের ভিত্তি হয় দুর্বল, যা ভবিষ্যতে নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজে সুদূরপ্রসারী।
তার মাঝে প্রতারণা সুলভ আচরণ গড়ে উঠতে পারে। কারণ বাবা মা যে জিনিষের কথা বলে তার কাছ থেকে ভাল কিছু আশা করে তা না দিলে সেও ভবিষ্যৎ এ এমন করবে।
পরবর্তী তে বাবা মায়ের প্রতি বিশ্বাস এর ঘাটতি হয়। যেমন বাবা মা প্রতিশ্রুতি ভঙ্গের পর যতই ভাল কিছু করার জন্য বলুক সন্তান আর উৎসাহী হবেনা। এক রকম হতাশা, অনাস্থা,অবিশ্বাস কাজ করবে তার মাঝে।
এই ধরনের আচরণ বাবা মায়ের সাথে সম্পর্কে নির্ভরশীলতার ঘাটতি বাড়িয়ে দেয়।
মোট কথা বাবা মায়ের উচিৎ সন্তান কে ভাল কিছুতে সব সময় এমন ভাবে উৎসাহিত করা যা সে প্রতিশ্রুতি ছাড়াই করতে পারে।
আবার যদি প্রতিশ্রুতি দিতেই হয় তবে যেন সাধ্যের মধ্যে পূরণীয় কোন প্রতিশ্রুতি দেন।


এই ধরণের প্রতিশুতি কদাপি করা উচিৎ নয়। এতে করে ছোটরা একদিকে যেমন বাবা-মায়ের প্রতি আস্থা হারায় , অন্যদিকে নিজেরাও ধোকাবাজী করতে শেখে । আরও একটা সমস্যা দেখা দেয় সেটা হলো বাচ্চারা ভালো কাজ কিছুতেই করতে চায় না , বলে " আগে বলো , কি দিবা !" এইভাবে তারা ভবিষ্যতে লোভাতুর হয়ে ওঠে । আর যদি কেউ আদর করে কিছু দেয়ার প্রতিশ্রুতি দিয়েই ফেলে অথচ পূরণ করতে অপারগ , তখন নিজেদের অপারগতা সম্পর্কে শিশুকে জ্ঞাত করানোর সাথে সাথে আদর করে অপারগতা শেয়ার করলে শিশু অবশ্যই অবুঝ হবে না ।

আমার মনে হয় কোন প্রতুশ্রুতি দেওয়ার আগে বাবা-মা র একবার ভাবা উচিত। যদি দুর্ঘটনাবসত না রাখতে পারেন সেই প্রতুশ্রুতি তাহলে তার সন্তানকে বোঝালে তেমন প্রভাব পড়বে না । আমার ক্ষেত্রে যা হয়েছে তাই বললাম :D

হু হা ... আঙ্কেল আন্টি তোমাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল ?
