Preview
প্রশ্ন করুন

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

নির্ঝর চৌধুরী  অত্যন্ত ধনাত্মক দৃষ্টিভঙ্গির মানুষ

জ্ঞানী

রাতের ঢাকায় যদি বেড়াতে চান তো সবচে'সেইফ হচ্ছে কার্জন হল। প্রকৃতির কাছাকাছিও থাকা হবে,খারাপ লোকের নাগালও পাবেন না । তবে যেসব জায়গায় ভুলেও পা বাড়াবেন না সেগুলোর নাম বলছিঃ প্রথমত,হাতির ঝিলে যাবেন না মোটেই । জায়গাটা ঘুরে দেখার মত হলেও খুবই বিপদজনক । খারাপ লোকেরা ওঁৎ পেতে থাকে । রাতের বেলাতেই এরা নিরীহ লোকের উপর চড়াও হয় । তারপর চন্দ্রিমা উদ্যানে ভুলেও যাবেন না। খারাপ লোকেরা সারাদিনই ওখানে থাকে । সন্ধ্যার পরপরই কুকর্ম শুরু হয়ে যায় । নেশাখোর আর বাজে মেয়েরা নির্বিঘ্নে চলাফেরা করে । সোহরাওয়ার্দিও খুব সাংঘাতিক রাতের বেলায়। রাত ১১ টার পর সংসদ ভবনের সামনে ঘুরতে গেলে আপনি নির্ঘাত খারাপ মেয়েদের পাল্লায় পড়ে যাবেন । রাতে ভুলেও কখনও আরামবাগ, এ জি বি কলোনি , শান্তিনগর বাজার, মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীত পাশের রাস্তা, কাকরাইলের রাস্তা ধরে হাঁটবেন না কিংবা রিকশায় চড়বেন না । আপনি নির্ঘাত ছিনতাইকারীর পাল্লায় পড়বেন। একেবারে অবধারিত । আশা করি কিছুটা উপকৃত হবেন আমার কথাগুলো মাথায় রাখলে । ভালো থাকবেন ।

Syed Mizanur Rahman Siddique  সিম্পল লাইক করি ! সততা বজায় রাখার চেষ্টা করি!

বিশারদ

রাতের ঢাকাঃ হাজার বাতির গল্প


অথবা,