দীপ্তি
প্রশ্ন করেছেন

গর্ভকালীন ডায়াবেটিস থাকলে সেই মায়ের অনাগত শিশু নানা রকম ঝুঁকিতে ভোগে। যেমন: গর্ভপাত, সময়ের আগে জন্ম নেওয়া, গর্ভে হঠাৎ মৃত্যু, অতিরিক্ত ওজন নিয়ে জন্ম হওয়া, জন্মগত নানা জটিলতা ইত্যাদি। জন্মের পরপর হঠাৎ শিশুর রক্তে শর্করা কমে যেতে পারে, খিঁচুনি বা শ্বাসকষ্ট হতে পারে। তবে সেই শিশু ডায়াবেটিস নিয়ে জন্ম নেবে, তা ঠিক নয়। তবে পরবর্তী সময়ে বড় হওয়ার পর অন্যদের তুলনায় তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি একটু বেশি।


ব্লাড সুগার মায়ের সঙ্গে বাচ্চারও ক্ষতি করে। যদি সময় মতো ডায়াবেটিসের চিকিৎসা করা না হয় তা হলে সন্তান হবার সময় ও পরে অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন- আপনার জন্মের সময় আপনার সন্তানের ওজন বেশি হতে পারে, জন্ডিস হতে পারে ও ব্লাড শুগার লেভেল ড্রপ করতে পারে। অনেক সময় বাচ্চার শ্বাস- প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে । বিস্তারিত: http://www.healthbarta.com/2015/02/11/3801/
