ধানমন্ডি ২৭ এ ,BFC এর পাশে ২/৩ টা দোকানে সুস্বাদু গ্রিল চিকেন আর নান পাওয়া যায । খাওয়ার জন্য বেশ ভাল । ধানমন্ডির লবঙ্গ রেস্টুরেন্টেও বেশ ভাল সুস্বাদু গ্রিল চিকেন আর নান পাওয়া যায।পান্থপথের সপ্তডিঙ্গাও গ্রিল চিকেন এর জন্য ভাল।
আমি শান্ত, সাম্য, আহ্লাদী, মিশুক, পরিপাটি, গোছালো, খুব নরম মনের একজন সাধারণ মানুষ :)
বাংলাদেশের মাঝারি ধরনের হোটেলে গ্রিল চিকেন খুবই জনপ্রিয় হয়ে উঠছে l ঢাকার প্রতি মহল্লাতেই সব কটা হোটেলেই এখন গ্রিল নানের আধিপত্য l তবে যেহেতু আপনি জানতে চেয়েছেন সুস্বাদু গ্রিল চিকেন আর নান চিকেনের ঠিকানা সমন্ধে আমি কয়েকটির নাম জানাচ্ছি যেগুলোর গ্রিল চিকেন আর নান বেশ জনপ্রিয় l শ্যামলী রিং রোডের আল-মাহবুব রেস্তোরা, গাউছিয়া হোটল, সাইন্স-ল্যাবের ছায়ানীড়, খিলগাঁও বাজারের উল্টো পাশে আল রহমানিয়া হোটেল, উত্তরার একুশে রেস্তোরা, রামপুরার হোটেল আল-কাদেরীয়া l হয়ত আরো থাকতে পারে তবে আমার ঝুলিতে এ কটার তালিকাই আছে l