Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

Preview "বেশতো"তে স্টার ব্যাজ ইউজার কারা হয়? স্টার ব্যাজ ইউজার এর সংখ্যা কত ? সাধারণ ইউজার ও স্টার ব্যাজ ইউজারের মধ্যে কি কোন পার্থক্য আছে?

*স্টারব্যাজ* *সেলিব্রিটি-ব্যাচ* *বেশতো* *ইউজার* *স্টার* *ব্যাজ* *সংখ্যা* *সাধারণ* *মধ্যে* *পার্থক্য*
( ২ টি উত্তর আছে )

( ৮৯৮ বার দেখা হয়েছে)

আমানুল্লাহ সরকার  নিজেকে আমি খুঁজে নিতে চাই নিজের মত করে।

মহাগুরু

বেশতোতে স্টার ব্যাজ প্রদান করা হয় বিভিন্ন বৈশিষ্ঠ্যের উপর ভিত্তি করে। এক্ষেত্রে একজন ইউজারের একটিভিটি, কনটেন্ট এর মান, তার আচরণবিধি, অন্যান্য ইউজারদের সাথে কমিউনিকেশনের ধরণ, উপকারী উত্তর, কৌতুহলপূর্ণ গ্রহণযোগ্য প্রশ্ন করার যোগ্যতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। কেউ হুট করে এসেই স্টার ব্যাজ পায় না। এর জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয়। তাছাড়াও অনেকে আছে যারা তাদের যোগ্যতা বলে অল্প সময়ের মধ্যেই স্টার ব্যাজ পেয়ে যায়। আবার অনেক ইউজার আছে যারা অনেক দিন থেকে বেশতোতে আছে কিন্তু তাদের একটিভিটি চোখে পড়ার মত না তারা স্টার ব্যাজ পায় না। বেশতোতে এক্সাক্ট কতজন স্টার ব্যাজ প্রাপ্ত ইউজার রয়েছে সেটা বলতে পারছি না। তবে স্টার ব্যাজ ধারী ইউজারদের সংখ্যা নেহাত কম নয়। যদিও বেশতোর চোখে সব ইউজারই সমান। তারপরেও সাধারণ ইউজার ও স্টারব্যাজ প্রাপ্ত ইউজারদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। যারা স্টার ব্যাজ পায় তাদেরকে বেশতোর সেলেব্রিটি বলে বিবেচনা করা হয়।

afroja ali  কোন আয়না নেই এখন ,সপ্ন দেখার মত

বিশারদ

এই পযন্ত কে কে স্টার ব্যাজ পেয়েছে ?


অথবা,