
সিনেমার মত করে জীবন কাটাবার সুযোগ পেলে আমি বেছে নিতাম Sound of Music এর বাচ্চাদের মতো সুর-ছন্দ ভরা চিন্তাহীন অবিরাম আনন্দের জীবন, অথবা Swis Family Robinson এর রোমাঞ্চকর সেই জীবন, কিংবা দত্তা, হারানো সুর, পথে হলো দেখা ছবিতে সুচিত্রা সেন এর অপেক্ষার প্রহর গুনে শেষ পর্যন্ত তার মনের মানুষের সাথে চিরদিনের জন্যে গাঁটছাড়া বাধতে পারার আনন্দের সেই জীবন, দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে কাজল এর জীবন এর যে কোনো একটি কাটাতে চাইতাম।

যদি কোন মুভির মতো করে জীবন কাটানোর সুযোগ পেতাম তাহলে আমি "NeverLand:Never Grow Up,Never Grow Old" by director Damion Dietz মুভিটি বেছে নিতাম। নামটাই বলে বলে দিচ্ছে আমি কি রকম জীবন কাটাতে চাই । কিন্তু জীবনের নির্মম সত্য হলো "যা চাই তা পাই না ...।যা পাই তা ভুল করেও চাই না..."

মুভি এবং বাস্তবের মাঝে অনেক পার্থক্য আছে। তাও যদি আমার একটা মুভি চয়েস করতে হয় তাহলে আমি "Invention of Lieing" মুভিটার মতন জীবন কাটানোর চেষ্টা করতাম।

The Illusinist!

জেমস বন্ডের মত।

Into the Wild.......... মনে কোন সন্দেহ নাই............।

যেই মুভির স্ক্রিপ্টটা আমি আমার মনের খাতায় লিখে রেখেছি সেই মুভিটা।

"সাথিয়া" মুভিটা দেখার পর আমার মনে হয়েছিল মুভিটার কিছু অংশ যদি ঠিকঠাক করতে পারতাম, যেমন বাবা মার অমতে বিয়ের বদলে তাদের সম্মতিতে বিয়ে, তাদের সাথে বিয়ের পরেও সুন্দর সম্পর্ক থাকা- তাহলে মুভিটাতে যেমন ছোট্ট একটা বাসায় রানী আর বিবেকের সুন্দর সংসার ছিল ঠিক তেমন ভাবেই আমার জীবন কাটাতে চাইতাম! ছোট খাটো মান অভিমান হয়ত থাকত কিন্তু যেটা বেশি থাকত তা হলো নিজেকে উজার করা ভালবাসা।

A Walk in the Clouds

তাহলে প্রথমে আমি নিজে একটা ছবি তৈরি করে নেই তার পর আপনাদের নাম বলব ।কেন এমন কোন ছবি তৈরি হয়নি যে আমার জীবন তার মতো হবে।কারন এটা আকান্তই আমার মন মানুসিকতার উপর নির্ভর করে

American Pie ছাড়া আর কিছু মাথায় আসতেছে না এখন!

pirates of Caribbean এর ক্যাপ্টেন জ্যাক স্পার্রো of course

আমার নিজের জীবনটাই নিজের কাছে অনেক বড় একটা মুভি বলে মনে হয়! যদিও আমি একি সাথে ভিলেন এবং নায়ক... :) আর যদি মুভির মত করে বাচার সুযোগ পাই, তাহলে ৩ইডিয়টস এর রাঞ্চো! বয়ে যাওয়া হাওয়ার মত, উরে যাওয়া ঘুরির মত... :)

দিপু নাম্বার টু

What Women want এর মত । আমার সবচেয়ে পছন্দের মুভি। মেল গিবসনের মত অনেক মেয়ের সাথেই ঘুরতাম; কিন্তু এক জনের সাথেই থিতু হতাম।

slumdog millionaire deb patel

১। "Catch me if we can" যদি এতটা আত্ববিশ্বাস থাকতো ..... :( ২। "Forest Gump" সমাজ কে যদি সত্যিই কাচকলা দেখাতে পারতাম । ৩। "The Great Gatsby" যদি Gatsby এর মত হতে পারতাম ... ৪। "What Women wants" মেয়েদের মনটা যদি বুঝতে পারতাম ... ৫। "The Descendant" যদি হাওয়াই তে বসবাস করতে পারতাম .... ৬। "The wolf of wallstreet" এত টাকা পয়সা যদি থাকতো ... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>আরো আছে ... সব মুভি দেখেই আমি প্রভাবিত হই ।

আগে নিজের মনের মত ১টা ছবি বানাতাম তার পর জীবনটাকে সেই ভাবে সাজাতাম।তবে আমাদের দৈনন্দিন যে ঘটনা গুলি ঘটে টা নিয়েই কিন্ত ছবি বানানো হয়।

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান! আমি হবো জ্যাক স্প্যারো...

অবশ্যই সুপারম্যান...হাহাহাহাহাহা...ম্যান অফ স্টিল...

রং দে বাসন্তী

যদি কোন মুভির মতো করে জীবন কাটানোর সুযোগ পেতাম তাহলে আমি "NeverLand:Never Grow Up,Never Grow Old" by director Damion Dietz মুভিটি বেছে নিতাম।

forest gump....

মনের মানুষ

যেহেতু এটার কোন সম্ভাবনা নেই তাই ভাবছিনা।

অনেক মুভির নাম ১ম বার শুনছি. জীবন কাটাব কি, এই ভালো মুভি গুলো মিস করে ভালো সময়ই তো কাটানো হয়নি

তাহলে আমি ১৯৭১ এর যুদ্ধের মুভি ওরা ১১ জন সিলেক্ট করতাম।

জাম্পার মুভিটার মত...

আমি যে ধরনের জীবন চাই আসলে ওই রকম কোনো মুভি আজ পর্যন্ত বের হয়েছে আমার মনে হয় না। কারন ধরতে গেলে গড়ে দুই মাসে একবারই মুভি দেখা হয় না আবার মুভির মতো লাইফ!! কোন মুভিতে কি আছে আমি তো সেটাই জানি না।
তাই এই মুহুর্তে আমি কোনো মুভিকেই সিলেক্ট করতে পারছি না। আপাতত সিলেক্টেড মুভি :null

বাস্তব কোনো ঘটনা বা জীবনের কোনো একটি অংশের প্রেক্ষিতে মূলত মুভির ধারণা আসে।
আমার জীবন কোনো মুভির মতো করে কাটানো সম্ভব হলে আমি "3 idiots " কেই বেছে নিতাম।কেননা এর কাহিনী চিত্রায়ন এমনভাবে দেখানো হয়েছে যেন একটি সত্যিকার কাহিনী।তিনজন ছাত্র যারা ছাত্রাবস্থায় হাসি,ঠাট্টা,অবহেলা করে দিন কাটাচ্ছিল এবং তারা মনে মনে সবসময়ই ভাবত "All is well "।এই ভাবনাটাই তাদেরকে আরো বেশি আত্মবিশ্বাসী করেছিল।এক পর্যায়ে তারা বানিয়েও ফেলে এক অভিনব আবিষ্কার,যা তাদের নিয়ন্ত্রণে ধীরে ধীরে উপরে উঠবে এবং আশেপাশে কি হচ্ছে তা রেকর্ড করবে।যার দ্বারা তারা সক্ষম হয়েছিল আত্মহত্যা প্রবণতায় লিপ্ত বন্ধুকে বাঁচাতে।তাছাড়াও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এই তিনজন নানা প্রতিকূলতার মাঝেও অসাধারণ জীবন কাটিয়েছে।তাদের মধ্যে যে একজন কম সাহসী তার অসুস্থ বাবাকে কিছুটা সুস্থও করে তুলেছিল।অসময়ে পাশে থেকেছিল কলেজের অধ্যক্ষের মেয়ের গর্ভাবস্থায়।সেই অধ্যক্ষেরই কূটকৌশলে প্রাণ দিতে যায় সেই দুর্বলচিত্তের বন্ধুটি,যে তার মাকেও চিনতে পারতোনা এই অবস্থা থেকেই তাকে তুলে আনা হয় সুস্থ মানুষের কাতারে। পরক্ষণে তারা আলাদা হয়ে গেলেও সুপ্রতিষ্ঠিত হয়ে আবারো এক হয় সেই তিন বন্ধু।
আমার কাছে একটি আদর্শ মুভি এই "3 Idiots"।সম্ভব হলে অবশ্যই এর মতো করে জীবন কাটাবো......

জাব ইউ মেট এর গীতের মত হতে চাইতাম,ভিতরে ভিতরে আমি তাই কিন্তু বাস্তবতা আমাকে দমিয়ে রেখেছে প্রতিনিয়ত নিজেকে নিজে হারিয়ে ফেলছি তাই ,আর না হলে ফিফিটি ফার্স্ট ডেট এর ড্রিউ বেরি মোরের করা চরিত্রটি হতে চাইতাম ।ভুলে যাওয়ার রোগ আছে আমার ও,যার জন্য কাছের ব্যাক্তিরাও গালমন্দ করে অথচ ওই রকম একজন যে শুধু ২৪ ঘন্টার স্মৃতি মনে রাখতে পারে কিন্তু এটা ভালবাসার জন্য কোন বাঁধা নয়,মেয়েটি কতটা সৌভাগ্যবতী যে তাকে পাগলপারা ভালবাসার একজন লোক আছে,সত্যি এরকম একজন ভালবাসার লোক থাকলে সমস্ত স্মৃতি শক্তি হারিয়েও যেন জিতে যাওয়া তাই সত্যি যদি সেই সিনেমার চরিত্রটি হতে পারতাম খুব ভাল হত।

বাংলাদেশী "মুভি সুপার ম্যান " এর নায়কের মতো৷
কারন তিনি আড়ালে থেকে মানুষের প্রয়োজনে সহায়তা করেছেন৷
Super man
made in Bangladesh.


দিল চাহতা হ্যায় !!

আমার জীবনটাই মুভির মত
তাই নতুন করে কোন মুভি দেখে জীবন সাজানোর কোন প্রয়োজন নেই
রোমান হলিডে এর নায়িকার মতো

আমার বন্ধু রাসেদ আকাশ কত দূরে । দুরত্ত ।
হাজার বছর ধরে মুভির "মন্তু" মত

কোনো তামিল মুভি.....

যদি কোন মুভির মতো করে জীবন কাটানো সম্ভব হত, তাহলে আমি Three Edoit - মুভি সিলেক্ট করতাম, এই হিন্দি ছবিতে দেখানো হিয়ায়্ছে কি কঠিন নিয়মের মদদে থেকে মা বাবা সপ্ন পূরণের জন্য student কষ্ট করয়ে, বাচ্চাদের কোনো ইচ্ছায় উচ্চ শিখ্খায় মতামত কে গুরুত দেই মা. আর তাই অনেক মেধাবী স্টুডেন্ট তাদের ড্রিম পুরুন করতে পারে না, আপনি বাংলা মুভির কথা উল্লেখ করেন নাই তাই হিন্দি ছবির কথা বললাম.

পেটার পান

50 First date নামে একটা ইংলিশ ছবি আছে, অনেকেই দেখেছেন হয়ত. ঠিক সেই ভাবে শুরু করতে চাইতাম....

আমি চাইতাম under the Tuscan sun মুভিটার মত জীবন কাটাতে ......
