
দেশি-বিদেশি অনেক রকম গাছ আছে, আপনার পছন্দমত লাগাতে পারেন। তবে এমন সব গাছ লাগানো থেকে বিরত থাকা ভাল, যেগুলো ঝোপের মত হয়ে যায়। এতে ঘরে মশার উপদ্রব বাড়তে পারে। ঘরে লেমন গ্রাস, ক্যাকটাস সহ বিভিন্নরকম সাকুলেন্ট, অ্যান্থুরিয়াম, মানিপ্ল্যান্ট, অ্যাডেনিয়াম, বওল লোটাস ইত্যাদি লাগাতে পারেন।

বিভিন্ন ধরনের পাম, পাতাবাহার; বারান্দার জন্য বেলি, গন্ধরাজ, হাসনাহেনা, রঙ্গন, অ্যারোমেটিক জুঁই, বাগান বিলাস, কামিনী লাগানো ভালো। শোপিসের জন্য ক্যাকটাস, ছোট ছোট অর্কিড বেশ চলে। সিঁড়িকোঠার জন্য তিন থেকে সাড়ে তিন ফুটের গাছ মানানসই।
