Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

হাফিজ উল্লাহ  খাচায় আবদ্ধ মন, ঘুরে ফিরে খুঁজে সেই স্বাধীনতার রং

গুরু

ধন্যবাদ আপু .... দেরিতে হলেও উত্তর দিচ্ছি l বিশ্বায়নের এই যুগে প্রযুক্তি নির্ভর যেসব ব্যবসা বিশ্বে বেশ আলোচিত তার মধ্যে অন্যতম আউটসোর্সিং, বিজনেস প্রসেস আউটসোর্সিং, ডিপিও বা ডকুমেন্ট প্রসেস আউটসোর্সিং, কল সেন্টার ধারণাসহ প্রযুক্তিসহায়ক কাজ আমাদের পাশের দেশ ভারত বিশ্বে শীর্ষে অবস্থান করছে। আর আমরা আউটসোর্সিংয়ের জগতে অনেক দেরিতে প্রবেশ করেছি এবং এ সেক্টরে কাক্সিক্ষত কোন সফলতাও আসেনি। আউটসোর্সিং বা বিপিও’র ক্ষেত্রে আমাদের পিছিয়ে পড়ার অনেকগুলো সমস্যা রয়েছে। ১. নিরবিচ্ছিন্ন বিদ্যু সরবরাহ সফল আউটসোর্সিঙের একটি অন্যতম প্রধান শর্ত। বাংলাদেশের বিদ্যুতের অবস্থা নিয়ে নতুন কিছু বলার নেই। ইন্টারনেটের গতিও বেশ ধীর। সব জায়গায় ইন্টারনেট নেই। মূলত এই দুটো কারণে পণ্য সরবরাহ করার ক্ষেত্রে বাংলাদেশের সরবরাহকারীদের বেশ সমস্যা পোহাতে হয়। ২. ক্রেডিট কার্ডের সীমিত ব্যবহার আউটসোর্সিঙের আরেকটি বড় সমস্যা। বাংলাদেশ থেকে ইন্টারনেটে ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ আদানপ্রদান বা বিদেশে কেনাকাটা করা যায় না। অথচ আউটসোর্সিঙের অধিকাংশ লেনদেনই করতে হয় ক্রেডিট কার্ডের মাধ্যমে। ৩. আউটসোর্সিঙের ক্ষেত্রে ডাকবিভাগও কিছুটা যুক্ত। প্রথাগত অর্থে আউটসোর্সিং না করে অনেকে নিজস্ব ওয়েব সাইটে নানা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যবহার করে বেশ ভালো আয় করে থাকেন।কিন্তু এই আয় তুলতে গিয়েও নানা সমস্যায় পড়তে হয়। গুগল অনলাইনে টাকা না পাঠিয়ে সরাসরি চেক পাঠায় যা প্রায়ই ডাকবিভাগ থেকে হারিয়ে যায় বলে অভিযোগ আছে। .... এছাড়া সম্ভাবনা ও বেশ ভালো আউটসোর্সিংয়ে আমাদের ভাল করার অনেক সুযোগ রয়েছে প্রথমতঃ আমাদের শ্রম বাজার সস্তা, দ্বিতীয়তঃ দক্ষ জনশক্তি। দু’টোই আমাদের রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আউটসোর্সিংকে সেক্টরকে এগিয়ে নিতে পারলে আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ যেমন এগিয়ে যাবে। তেমনি বেকার সমস্যার সমাধানও হবে। বিশ্বব্যাপী আউটসোর্সিংয়ের বিশাল বাজার রয়েছে, এ বাজার বিশাল বাজারের শীর্ষ ভাগ ভারতের হাতে, ভারতে বর্তমানে আউটসোর্সিং কাজের মূল্য বেশি হওয়ায় অন্য দেশে চলে যাচ্ছে। নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া, ফিলিপিনের মতো দেশ আউটসোর্সিং কাজের বড় অংশে ভাগ বসিয়েছে। এ বাজারে আমাদের ভাগ বসাবার সুযোগও রয়েছে। আমাদের দেশের প্রাইভেট সেক্টরের কিছু মেধাবী মানুষ এ সেক্টরকে এগিয়ে নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


অথবা,