

হে হে! মনে পড়ে গেল আমার কন্যা আমার গলা ব্যথা হওয়ায় গলা টিপে দিয়েছিল। ভাগ্য ভালো তার বয়স তখন মাত্র পাঁচ। হাতে সেরকম জোর ছিলনা :) ঋতু পরিবর্তন, ঠান্ডা লাগা,বহুক্ষণ গলাবাজী ইত্যাদি নানা কারণেই গলা ব্যাথা হয়। বেশি গরম লাগার ভয় থাকলে অন্তত পাতলা সূতির ওড়না বা যেকোনো কাপড় মাফলারের মত গলায় জড়িয়ে রাখুন, সারা রাত সারা দিন যদি পারেন। গরম পানির গার্গল দাদীমার রেসিপি থেকে- কয়েক কোয়া রসুন একটা টেবিল চামচ সরিষার তেলে গরম করে নিয়ে তা গলায় মালিশ করতে পারেন, আরাম হয়। আদা দিয়ে চাও এ ক্ষেত্রে জনপ্রিয় উপশমকারী। দুই-তিন দিনে না কমলে অবশ্যই ডাক্তার দেখাবেন। নানা কারণেই হতে পারে গলা ব্যাথা...

কুসুম কুসুম গরম পানিতে লবন দিয়ে কুলকুচি করতে হবে, গরম গরম চা খেতে হবে, ঠান্ডা পানি বর্জন করতে হবে, ইনশাল্লাহ গলা ব্যাথা কমে যাবে।

কুসুম কুসুম গরম পানি চা খেতে হবে,এটাতে কাজ না হলে ডাক্তার আর পরামস্সো নিন.


গলা ব্যথার অপর নাম হলো ফ্যারিঞ্জাইটিস। গলা ব্যথা হলে সাধারণত গলা খসখসে হয়, চুলকায় এবং ফুলে যায়, শ্বাস নেওয়ার সময়, কথা বলার সময় এবং ঢোঁক গিলার সময় ব্যথা অনুভূত হয়। সাধারণত ঠান্ডা এবং ফ্লুর (ইনফ্লুয়েঞ্জা) মতো জীবাণুর সংক্রমণের মাধ্যমে গলার এই সমস্যা হয়। গলায় শুষ্ক চুলকানি হয় এবং খাবার গিলতে ও ঢোঁক গিলতে সমস্যা হয়। গলা ব্যথা একটু মারাত্মক আকার ধারণ করলে, টনসিল ফুলে গিয়ে খাবার গিলতে বা ঢোঁক গিলতে অসুবিধা হয়।
গলা ব্যথাকে অনেকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেন না। গলা ব্যথা অনেক সময় মারাত্মক অসুখের উপসর্গের কারণ হতে পারে।
গলা ব্যথার ঘরোয়া চিকিৎসা
- লবণ পানি দিয়ে গড়গড়া করাটা সবচেয়ে সাধারণ এবং একই সঙ্গে কার্যকর পদ্ধতি। দিনে অন্তত ৩/৪ বার লবণ পানি দিয়ে গড়গড়া করতে হবে। গলার সাধারণ ব্যথা বা গলা ভাঙার জন্য ভালো একটি ওষুধ হলো ভ্যাপার বা গরম বাষ্প। ফুটন্ত পানির সাথে মেন্থল মিশিয়ে সেই বাষ্প যদি দৈনিক অন্তত ১০ মিনিট মুখ ও গলা দিয়ে টানা হয়, তবে গলার উপকার হয়।
- স্বরভঙ্গ বা ভাঙা গলায় হালকা গরম লেবু পানি, আদা বেশ কার্যকর।
- লবঙ্গ, এলাচ, তেজপাতা, লেবু এবং আদা দিয়ে আদা চা পান করা যেতে পারে।
- আক্রান্তকালীন কথা কম বলতে হবে। এ সময় প্রচুর তরল খাবার যেমন পানি, ফলের রস, গরম চা গ্রহণ করতে হবে।
তবে এমন সব চিকিৎসাও অনেক সময় কাজে দেয় না। দিনের পর দিন ধরে গলার ব্যথা ও স্বর বসে থাকে। গলা দিয়ে কথা বের হতে চায় না। স্বর বদলে যায়। ফ্যাসফ্যাসে আওয়াজ হয়। সে ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সামান্য গলা ব্যথার ফলে অনেক মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।

আদাদিয়ে রংচা খাওয়া উছিত??☕☕☕

গলায় মাফলার পড়তে হবে যাতে গলা উষ্ণ থাকে।। তাহলে আস্তে আস্তে ব্যাথা কমে যাবে

একটু সরিষার তেল গরম করে, গলায় মাসাজকরুন ,আর একটা মাফলার গলায় পেঁচিয়ে রাখুন , সমস্যা চলে যাবে ইনশাহআল্লাহ .....

কাপড় গরম করে ছেক দিয়া।গরম পানির সাথে লবন মিশিয়ে গড়গড় করা।


কুসুম গরম পানিতে হালকা লবন মিশিয়ে গড়গড়া করতে হবে দিনে ২/৩ বার, আদা ও গরম মসলা দিয়ে রং চা করে খেতে হবে, তুলসি পাতার সাথে মধু মিশিয়ে খেলেও অনেক উপকার হবে, গলায় মাফলার বা মোটা কাপড় পেঁচিয়ে রাখতে হবে এবং গোসল বা অন্যান্য কাজে কুসুম গরম পানি ব্যবহার করলে খুব তাড়াতড়ি গলা ব্যথা কমানো সম্ভব।

লাল গভম চা পান করুন !!!
আমার খুব মনে আছে ২০১১ সালে আমার খুব গলা ব্যথা ছিল... তখন আমার পরীক্ষা ছিল...। আমার বাবা আমাকে কুসুম গরম পানিতে হালকা লবন মিশিয়ে গড়গড়া করতে দিতো ...।
সো গলা ব্যথা কমানোর উপায়ঃ----
(১)১ কাপ গরম পানির মধ্যে ১/৪ চা চামচ লবণ মিশিয়ে নিন। দিনে ৩-৪ বার এই পানি দিয়ে কুলকুচা করলে গলার ফারিংগাল অঞ্চলের রক্ত চলাচল স্বাভাবিক হয়। এর ফলে ভেতরে জমে থাকা ঠান্ডা কফ বের হয়ে এসে গলা পরিস্কার করে ফেলে। এছাড়া গলার ইনফেকশন অবস্থারও উন্নতি করে। ফলে গলা ব্যথা কিছুক্ষণের মধ্যেই নির্মূল হয়ে যায়।
(২) গলা ব্যথা দূর করতে লেবুপানি:গলা ব্যথা দূর করতে লেবুপানি অনেক বেশি কার্যকরী। ১ কাপ পানির মধ্যে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এটি দিয়ে কয়েকবার কুলকুচা করুন। এটি গলার ভাইরাস এবং ব্যাকটেরিয়া দূর করে গলা ব্যথা কমিয়ে দেয়।
(৩) গলা ব্যথা দূর করতে হলুদপানিহলুদে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা ব্যথা উপশম করে থাকে। ১ কাপ গরম পানিতে, ১/২ চাচমচ হুলুদ গুঁড়া এবং ১/২ চাচমচ লবণ মিশিয়ে নিন। এরপর এটি দিয়ে কয়েকবার কুলকুচা করুন। কিছুক্ষণের মধ্যে গলা ব্যথা কমে যাবে।
(৪) গলা ব্যথা দূর করতে লবঙ্গ চা ১ থেকে ৩ চামচ লবঙ্গের গুঁড়া পানির মধ্যে মিশিয়ে নিন। এরপর এটি দিয়ে গলায় কুলকুচা করুন। এতে অ্যান্টিব্যক্টিরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামাটরি উপাদান থাকে যা গলা ব্যথা কমিয়ে দেয়।
(৫) গলা ব্যথা দূর করতে আদা, মধু লেবু পানি ১ চাচামচ আদা পাউডার/কুচি, মধু, ১/২ কাপ গরম পানি, ১/২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। প্রথমে আদাপানি দিয়ে কুলকুচা করুন তারপর লেবুর রস, মধু, দিয়ে কিছুক্ষণ কলকুচি করে নিন। এটি আপনার গলা ব্যথা কমানোর সাথে সাথে আপনার গলা পরিষ্কার করে দেবে।
এতেও যদি না কমে তাহলে ডক্টর এর সাথে যোগা-যোগ করুন...। ধন্যবাদ সবাইকে ......

১. গবেষণায় প্রমাণিত যে কুসুম গরম লবণ পানি কেবল জীবাণুকেই ধুয়ে মুছে দেয় না, প্রদাহ ও ব্যথা কমাতেও সাহায্য করে। এক কাপ হালকা গরম পানিতে আধা চামচ লবণ মেশাতে হবে। বিস্বাদ লাগলে এতে কয়েক ফোঁটা মধুও মেশানো যেতে পারে। তারপর দিনে দুই বা তিনবার গার্গল করতে হবে।
২. হাঁচি, কাশি ও গলার ভেতর প্রচুর তরল পদার্থ নিঃসরণের জন্য শরীর খানিকটা পানিশূন্য হয়ে পড়ে। তাই প্রচুর পানি পান ও তরল খাদ্য খেতে হবে৷ ঠাণ্ডা পানি এড়িয়ে চলতে হবে। গলার প্রদাহে চমৎকার কাজ দেয় ধোঁয়া ওঠা গরম স্যুপ।
৩. মেনথল, ইউক্যালিপটাস বা ফেনলসমৃদ্ধ কিছু লজেন্স চুষে খেলে প্রদাহ ও ব্যথা অনেকটাই কমে। এগুলো মূলত ক্লোরোসেপটিক অর্থাৎ গলায় একটা আরামদায়ক অনুভূতি এনে দেয়ার পাশাপাশি জীবাণুনাশেও সাহায্য করে৷
৪. দিনে দুই বা তিনবার গরম চা পান ব্যথা থেকে অনেকটা উপশম দিতে পারে। গ্রিন-টি বা অন্য কোনো হারবাল চা আরো ভালো। চাইলে চায়ের মধ্যে লেবুর রস বা লবঙ্গজাতীয় জিনিস যোগ করা যেতে পারে। যা ভিটামিন সি রোগ প্রতিরোধে সাহায্য করবে৷
৫. যথেষ্ট পরিমাণে বিশ্রাম দ্রুত সেরে উঠতে সাহায্য করবে। দরকার হলে কাজ থেকে ছুটি নিতে হবে। অবকাশ যাপন করলে ভালো। কণ্ঠস্বর পরিবর্তিত হলে কথার বিরতি নিতে হবে।
৬. বেশির ভাগ ক্ষেত্রে প্যারাসিটামল বা বেদনানাশক ওষুধই যথেষ্ট। তবে ১০ শতাংশ ক্ষেত্রে গলায় স্ট্রেপটোকক্কাস সংক্রমণ হয়ে থাকতে পারে। সে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগতে পারে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
গবেষণায় দেখা গেছে, ৪০ শতাংশ গলা ব্যথার উপসর্গ কোনো চিকিৎসা ছাড়াই তিনদিনের মধ্যে সেরে যায়। ৮৫ শতাংশ সেরে ওঠে সাত দিনের মাথায়।
