Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

Preview যারা কিডনি রোগে ভুগছেন, তাদের যদি চিকুনগুনিয়ার সমস্যা হয়, তারা কী করবেন?

*কিডনিরোগ* *চিকুনগুনিয়া* *স্বাস্থ্যতথ্য* *হেলথটিপস*
( ১ টি উত্তর আছে )

( ৩৩৩ বার দেখা হয়েছে)

Lutfun Nessa  সবই অনিশ্চিত, মরিব এটা নিশ্চিত:(

মহাগুরু

উত্তরঃ একটা জটিল প্রশ্ন> কিডনীর সমস্যা আবার চিকুনগুনিয়া!! আল্লাহ যেন এমন কষ্ট কাউকে না দেন। আমারও কিডনীর সমস্যা আছে, চিকুনগুনিয়া হয়েছিল। যার ফলে আমি এ বিষটার উপর অনেক স্ট্যাডি করেছি। সাধারন মানুষের জন্য চিকুনগুনিয়ার চিকিৎসা হল  অন্য সব ভাইরাসজনিত জ্বরের মতোই এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। প্রচুর পানি, সরবত,ওরস্যালাইন, ডাবের পানি পান করতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামল।  যদি অনেক ব্যবসায়ী ডাক্তারগন তাঁদের ব্যবসার জন্য অনেক রোগীকে অনেক উচ্চ পাওয়ারের, ব্যথা নাশক, এন্টিবাইয়োটিক দিয়ে থাকেন, অনেক পরীক্ষা নিরিক্ষাও করেন অনেক প্রাইভেট ক্লিনিকে যা একেবারেই পেশাগত দায়িত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টাকা রোজগার করার একটা মাধ্যম ছাড়া আর কিছু নয়। 

কিডনী রোগের বাপকতা অনুযায়ী আবার  কোন কোন কোন ক্ষত্রে  ২৪ ঘন্টায় ১.৫ অথবা বড়জোড় ২ লিকার পানি পানের জন্য চিকিৎসকরা প্রেস্ক্রাইব করে থাকেন। যাইহোক আমি যা যা করেছি, যেহেতু আমায় এখনও পানি পানের নির্দিষ্ট সীমা দেয়া হয়নি। তাই আমি পানি সহ, ডাবের পানি, সরবত ইত্যাদি খেয়েছি। আর কিডনীর সমস্যা থাকার কারনে  একটা প্যারাসিটামলও খাইনি।

যাহোক যদি সত্যি কারও এমন দুর্ঘটনা ঘটে থাকে বাঁ ঘটে তাহলে অবশ্যই কিডনীর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শুভেছান্তে..............................


অথবা,