এই আজব দেশটি তুরস্ক। এর এক অংশ এশিয়া মহাদেশে, আর বাকি অংশটুকু আবার ইউরোপ মহাদেশে। তুরস্কের মোট আয়তনের ৯৭ শতাংশ এশিয়ায় । আয়তন ৮১৪৫৭৮ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৬ কোটি ৭৮ লক্ষ (২০০০ সাল)। সরকারী ভাষা তুর্কি ভাষা। শতকরা ৯৯ ভাগ নাগরিক ইসলাম ধর্মাবলম্বী। রাজধানী আংকারা।
দু’টি মহাদেশে অবস্থিত রাষ্ট্র- তুরস্ক, রাশিয়া
দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল