Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

( ২ টি উত্তর আছে )

( ৫৩০ বার দেখা হয়েছে)

Lutfun Nessa  সবই অনিশ্চিত, মরিব এটা নিশ্চিত:(

মহাগুরু

গৃহস্থালি কাজে ভিনেগারের ব্যবহার:

রান্নার কাজে ব্যবহৃত ভিনেগার যেমন রূপচর্চায় অনন্য, তেমনি গৃহস্থালিবিভিন্ন কাজেও এটি ব্যবহার করা যায় অনায়াসে। জেনে নিন ভিনেগারের কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে।

 • বোতল থেকে আঠালো প্রাইস ট্যাগ দূর করতে পারছেন না? ভিনেগার স্প্রে করে ঘষে নিন। নিমিষেই উঠে যাবে ট্যাগ।
 • স্নিকার অথবা কাপড়ের জুতার দুর্গন্ধ দূর করতে পারেন ভিনেগারের সাহায্যে।
 • ভিনেগার মিশ্রিত কুসুম গরম পানিতে জুতা ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে কড়া রোদে শুকান। গায়েব হয়ে যাবে জুতার বাজে গন্ধ।
 • শিশুদের ফিডার অথবা পানি খাওয়ার বোতল জীবাণুমুক্ত রাখতে পরিষ্কার করতে পারেন ভিনেগার দিয়ে। কুসুম গরম পানিতে ভিনেগার মিশিয়ে ফিডার ও নিপল আলাদা করে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর গরম পানি দিয়ে ধুয়ে নিন।
 • কাপড়ে কালির দাগ লেগেছে? স্পঞ্জ ভিনেগারে ভিজিয়ে ঘষে নিন দাগের উপর। কিছুক্ষণ পর পরিষ্কার করে ফেলুন কাপড়। দূর হবে দাগ।
 • রুম থেকে সিগারেটের গন্ধ যাচ্ছে না? একটি ছোট পাত্রে ভিনেগার নিয়ে রেখে দিন ঘরের কোণে। কিছুক্ষণের মধ্যেই দূর হবে সিগারেটের গন্ধ।  
 • রান্নাবান্নার কাজ শেষে দেখলেন পেঁয়াজ অথবা রসুনের তীব্র গন্ধ হাত থেকে যাচ্ছে না। পেঁয়াজ, রসুন অথবা কাঁচা মাছের দুর্গন্ধ দূর করতে চমৎকার কাজ করে ভিনেগার। হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করুন। এবার ভিনেগার দিয়ে হাত ধুয়ে নিন। শেষে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করুন হাত। দূর হবে দুর্গন্ধ।
 •  রূপার গয়না পরিষ্কার করতে সাদা ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ভিজিয়ে রাখুন ৩ ঘণ্টা। তারপর পরিষ্কার করে ফেলুন। ফিরে আসবে গয়নার জৌলুস।  
 • বেসিন পরিষ্কার করতে পারেন ভিনেগারের সাহায্যে। বেসিনে সাদা স্প্রে করে লেবুর রস ছিটিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলুন।
 • জানালার গ্রিলের মরিচা দূর করতে নরম কাপড় ভিনেগারে ডুবিয়ে মুছে নিন।
 • নখ দ্রুত ভেঙে যায়? সপ্তাহে একদিন সাদা ভিনেগারে আঙুল ডুবিয়ে রাখুন ৫ মিনিট। ভাঙবে না নখ।
 • চশমার গ্লাসের দাগ দূর করতে সাদা ভিনেগার স্প্র করে নরম কাপড় দিয়ে মুছে নিন।  

তথ্য: টাইমস অব ইন্ডিয়া, লাইফস্ক্রিপ্ট   

সুস্থ থেকো,, ভালো থেকো,,,,, ধন্যবাদ দীপ্তি:)

আফগান  

গুণী

ভিনেগার এর আরেকটি কাজ বলি :

গ্লাস ক্লিনার নেই ? এখনই দরকার? 

চিন্তা নেই। এক গ্লাস পানির সাথে এক চা চামচ ভিনেগার মিশিয়ে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করা যাবে। 


অথবা,