নাজমুস সাকিব
প্রশ্ন করেছেন

আইইএলটিএস এ ৬ দশমিক ৫ প্লাস স্কোর মাস্ট। প্লাস বেশ টাকাও খরচ করতে হবে। কারন আমার জানা মতে আমেরিকা সহ কিছু দেশ আন্ডারগ্রাজুয়েশন এ স্কলারশিপ দেয় না unless you are a genius

ভালো result তো অবশ্যই দরকার। আমার মনে হয় , কলেজের পরপরই দেশের বাইরে পড়াশুনা করা ভালো। এই সময় opportunity বেশি থাকে। কারণ এই সময় foreign দেশগুলা প্রচুর পরিমানে স্কলারশিপ দিয়া থাকে। আপনি যদি ঐটা নিতে পারেন তাহলে সরকারী খরচেই আপনি বাইরে থাকে পড়াশুনা করতে পারবেন। আপনি সরকারী site (শিক্ষা অধিদপ্তর )গুলা তে চোখ রাখেন। গুগল সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন। ভিব্ভিনো শিক্ষা বিষয়ক সাইট আছে আপনি এগুলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। তেমন একটা : www.eduicon.com ... আর সবচাইতে ভালো হচ্ছে নানান ধরনের ভার্সিটি এর সাইট এ গিয়া আপনি subject অনুযায়ী apply করেন। প্রশ্ন করেন ও scholarship opportunity থাকলে গ্রহণ করেন। ওরা আপনাকে help করবে www.studyabroad.com
