Preview
প্রশ্ন করুন

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

না এডসেন্স চালু করলে ভিজিটর কমে যায় না। এডসেন্স এর সাথে ভিজিটর এর কোন সম্পর্ক নেই।

নামহীন  বিশেষত্বহীন

বিশারদ

হ্যাঁ ভাই, কমে যেতে পারে। যদি এডসেন্স এর কোড বসালে আপনার ওয়েবসাইট স্লো হয়ে যায় বা, ডিজাইন এলোমেলো দেখায় তাহলে অবশ্যই ভিজিটর কমে যাবে। তবে, ভালো ডিজাইনের সাইট এবং কোড বসালেই স্লো হবে না এমন সাইটের কোন সমস্যাই হবে না। ভিজিটর বিজ্ঞাপনের কারণে বিরক্ত হলেও কমে যেতে পারে, অনেকে আবার প্রাসঙ্গিক বিজ্ঞাপন পছন্দ করে, সেক্ষেত্রে ভিজিটর বেড়েও যেতে পারে। 

তথ্যসূত্রঃ গুগল এডসেন্স সম্পর্কে জানুন


অথবা,