
ডিসেম্বর - জানুয়ারী-ফেব্রুয়ারী কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময় ।

এটা নির্ভর করে আপনি কিভাবে সমুদ্রকে উপভোগ করতে চান? নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সমুদ্র শান্ত থাকে এবং পানিও তুলনামূলক পরিষ্কার থাকে। এসময় সূর্যাস্ত দেখা যায় ভালভাবে। তবে এ সময় পর্যটন মৌসুম থাকায় আপনাকে বাড়তি খরচ ও ঝামেলা পোহাতে হতে পারে। তবে আপনি যদি নিরিবিলি সমুদ্র উপভোগ করতে চান তাহলে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কক্সবাজার যেতে পারেন। এসময় সমুদ্র কিছুটা উত্তাল থাকে। তবে বর্ষাকালের সমুদ্র অসাধারণ সুন্দর। আর এসময় লোকজন খুব কম থাকে, খরচও কম হয়।
দেশের নানা প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ভ্রমণ করতে চাইলে বাংলাদেশের সবচেয়ে পুরনো ভ্রমণ সাইট বাংলার বিস্ময় ভিজিট করুন।

কক্সবাজার একটা নাতিশীতোষ্ণ জায়গা। প্রায় সব সময়েই একই রকম আবহাওয়া থাকে। তবে বছরের শেষে আর শুরু দিকে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারির মধ্যে যাওয়া সব থেকে বেটার ।

শীতকাল
