
কক্সবাজার অথবা শ্রীমঙ্গল ভ্রমণ করতে পারেন। সেন্টমার্টিন কস্টকর হয়ে যাবে বাচ্চা নিয়ে , তাই কক্সবাজার পর্যন্তই ঠিক আছে। আমি শেষ বার যখন গিয়েছিলাম যখন অবশ্য অনেক বাচ্চা দেখেছি। তাই সেন্টমার্টিন অবশ্যই বিবেচনায় রাখবেন। এমন কি সেন্টমার্টিন ই আপনার বেস্ট অপশন হতে পারে। কক্সবাজার আর সেন্টমার্টিন সুবিধা হচ্ছে বীচে গিয়ে বসে থাকলে আর উঠতে ইচ্ছা হবে না। বাচ্চা নিয়ে হাঁটাহাঁটিও কম , তাই ঝামেলা নেয়া বললেই চলে।
শ্রীমঙ্গল ভ্রমণ একেবারে সহজ। বাসে সাড়ে চার ঘন্টা লাগবে। সমস্যা হচ্ছে এসি বাস নাই। সব নরমাল চেয়ার কোচ। সরাসরি কোন এসি বাস ঢাকা থেকে শ্রীমঙ্গল যায়না। আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন বেস্ট অপশন। মাত্র চার ঘন্টায় পৌঁছে যাবেন আপনি। জানালা দিয়ে উপভোগ করতে পারবেন চায়ের দেশের সৌন্দর্য। বাচ্চা নিয়ে বেশি স্থানে যেতে কষ্ট হতে পারে তাই শুধু চা বাগানেই ঘুরুন। এতেই শান্তি।

শিশুদের নিয়ে ভ্রমণ করতে চাইলে যাতায়াত ব্যবস্থা, থাকা-খাওয়ার ব্যবস্থা, বিনোদন সবকিছু বিবেচনায় কক্সবাজার, রাঙামাটি ও কাপ্তাই লেক সবচেয়ে ভালো বিকল্প।
