
রাত্রি যাপন না করে ঘুরে আসা যায় কিন্তু কিছুই দেখা হবে না।


প্রায়ই অসম্ভব, মাত্র একদিনে সেন্টমার্টিন দেখা হয়ে ওঠে না। কারণ, টেকনাফ থেকে সকালে জাহাজে চড়ে সেন্টমার্টিন পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। মাত্র দুই-তিন ঘণ্টায় কারো পক্ষে সেন্টমার্টিন উপভোগ্য মনে হবে না।
আবার রাতের বেলায় জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে তাই আপনি রাতে রাতে পৌঁছে যে সারাদিন থেকে আবার রাতে ফিরবেন তাও পারবেন না
উল্লেখ্য, গেলো বছরের সেপ্টেম্বরে সরকার ঘোষনা দিয়েছিলো, ২০১৯ সালের ১ মার্চ থেকে সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ করা হবে। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সম্প্রতি সরে এসেছে সরকার। তবে জানানো হয়েছে, দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের রাত্রিযাপন সীমিত করার কথা ভাবা হচ্ছে।পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাত্রিযাপন নিষিদ্ধ না করে সেন্টমার্টিনে পর্যটকদের যাবার বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে। দিনে কতজন যেতে পারবেন তা নির্ধারিত থাকবে। পর্যটকদের যেতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে। নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করে যেতে হবে পর্যটকদের। ওই অর্থ ব্যয় করা হবে দ্বীপটির উন্নয়নে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক জানান, সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রিযাপন সীমিত করা হবে। সেখানে অনেকগুলো হোটেল-মোটেলে বিনিয়োগ রয়েছে ব্যবসায়ীদের। এ ছাড়া দ্বীপটির স্থানীয়দের কর্মসংস্থানও পর্যটকদের ঘিরেই। হঠাৎ পর্যটকদের রাত্রিযাপন বন্ধ হলে বিনিয়োগকারী ও স্থানীয়দের কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব পড়বে।
সুতরাং, কমপক্ষে একরাত থেকে ভালোভাবে উপভোগ করে শ্রেয়
(সংগৃহীত)


ঘুরে আসুন দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের মূল ভূখন্ড থেকে দক্ষিণে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুরর বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন (St. Martin)। বঙ্গপোসাগরের মাঝে প্রকৃতি তার সমস্ত কিছুই যেন অকৃপণ ভাবে উজাড় করে দিয়েছে। এখানে আপনি দিনে গিয়ে আবার ফিরে আসতে মাঝে সময় পাবেন মাত্র ঘন্টা তিনেক। এই তিন ঘন্টার মধ্যে সম্পূর্ণ দ্বীপটি একটি চক্কর দিতে পারবেন অবশ্যই তবে যখন ফিরবেন তখন বুঝতে পারবেন কি মিস করছেন। তাই পরামর্শ থাকবে অবশ্যই দুটো দিন হাতে করে এখানে ঘুরতে আসবেন।
সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বিষয়ে আরো জানতে নিচের লেখাটি পড়তে পারেন।
ঘুরে আসুন দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন!
#মুক্তপ্রান #muktopran #সেন্টমার্টিন #দারুচিনিদ্বীপ #ট্রাভেল #বেড়ানো
