Imran Ahmed
প্রশ্ন করেছেন

আপনার ফোনটি রিসেট করে দেখতে পারেন কাজ হতে পারে।
অথবা,
এন্ড্রোয়েডের গুগল ডিফল্ট ব্রাউজারে গিয়ে ৩টি দাগওয়ালা আইকন চাপুন। সেখানে থেকে Settings > Voice > Ok Google detection > Say "ok google" anytime এবং While driving অপশনটি ডিজেবল করে দিন। অতঃপর আপনার ফোনটি রিস্টার্ট দিন। দেখুন কাজ হয়েছে কিনা, ধন্যবাদ।
