
০১। পুরাতন রাউটার হলে আধুনিক গতির ইন্টারনেট টানতে বা সাপোর্ট করতে পারে না তাই নতুন উচ্চগতি সম্পন্ন রাউটার বা মেশিন লাগিয়ে দেখতে পারেন। আবার রাউটারের ফার্মওয়্যার আপডেট করাও জরুরী যদি পুরনো হয়ে থাকে।
০২। রাউটারের অনেক সময় সেটিংস সমস্যা হয়ে থাকে যার কারনে হ্যাং বা ধীরগতির বা নির্দিষ্টকরন থাকায় সীমাবদ্ধ ডিভাইসেই সেরকম কাজ করে। তাই গন্ডিবদ্ধ আছে কিনা দেখুন, এক্ষেত্রে ভালো হয় রাউটার পুরোপুরি ফ্যাক্টরী রিসেট দিয়ে বেশি সেটিং করে না রাখা। আবার রাউটার রিবুট দিয়েও আগে দেখতে পারেন।
০৩। রাউটার ক্যাবল ভালোমানের না হলে সবচেয়ে বেশি সমস্যা করে তাই অন্য ক্যাবল দিয়ে টেস্ট করে নিন। আবার পিসির অন্য পোর্টে লাগিয়ে চেক করে দেখুন। পিসির নেটওয়ার্ক হার্ডওয়্যার বা কার্ডে সমস্যা থাকতে পারে। পিসি পরিবর্তন করে দেখতে পারেন।
০৪। আপনার পিসির সিস্টেম রিকোয়্যারমেন্ট কম থাকলে এমনকি পিসি ঠিকমত পরিষ্কার, বিভিন্ন ক্লিন, ডিফ্রাগমেন্ট ইত্যাদি ঠিকমত না হলে পিসিতে অনেক কিছুই কাজ করতে পারে না বা বাধা পায়। আবার ব্রাউজার ভালোমানের ও আপডেট না থাকলে এবং তার বিভিন্ন হিস্টোরি ও কুকি পরিষ্কার করা দরকার।
০৫। কম্পিউটারে ভাইরাসের আক্রমন বা ক্র্যাকড সফটওয়্যারের বিভিন্ন বাগ বা এক্টিভিটিস দায়ী হতে পারে। আপনার ইন্টারনেট সেবাদানকারীর আইএসপি-তে সমস্যা থাকতে পারে।
এতে আপনার সমস্যার সমাধান হবে নিশ্চয়ই, ভালো থাকবেন।
