নাক ফোঁড়ানোর পর পেকে পুঁজ হওয়া একটি সাধারন ও স্বাভাবিক সমস্যা, না হলেই বরং অস্বাভাবিক। আপনি স্যাভলন দিয়ে নাকটি ভাল মত পরিস্কার করুন। তারপর ফ্লুকলক্স না ফাইলোপেন ক্যাপসুল ৫০০ মিলি গ্রাম দিনে ৪ বার মোট পাঁচ দিন খাবেন। সাথে সিভিট ট্যাবলেট প্রতিদিন সকাল ও রাতে একটি করে মত ৫ দিন খান। বেশী ব্যথা হলে নেপ্রক্সসিন ৫০০ মিলি গ্রাম ভরা পেটে এবং সাথে সেঁকলো বা জেলদ্রিন ২০ মিলি গ্রাম খাবার আধা ঘণ্টা আগে খান। মনে রাখবেন নাকে ফোঁড়ানোর জায়গায় ঘাম বা পানি লাগান যাবে না আগামী ৩ দিন। মসুর ডালের ভেতর যে ছোট ছোট কাঠি পাওয়া যায় তা ভালমত পরিস্কার করে নাকে দিয়ে রাখুন তা না হলে নতুন মাংস হয়ে তৈরি করা ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। যদি বেশী সমস্যা হয় তবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যাথা অল্প হলে নেপ্রক্সসিন না খেয়ে প্যারাসিটামল খেতে পারেন। নাক ফোঁড়ানো একটু কষ্টকর হলেও যখন একটি ডায়মন্ডের অরনামেন্ট পরবেন তখন সব কষ্ট ভুলে যাবেন। দোয়া করি আমাদের মুনা আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
আমি শান্ত, সাম্য, আহ্লাদী, মিশুক, পরিপাটি, গোছালো, খুব নরম মনের একজন সাধারণ মানুষ :)
মুনা, শিহাব বলছিল যে গরম ভাতের ভাপ দিলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যাবে l আর আমি বলছি, শিহাবের উপদেশ মানো আর অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হও, ইনফেকশন হবার আগেই l মনে হয় আন্টিবায়োটিক খেতে হবে l আজি যাও, এক্ষুনি l তাড়াতাড়ি সুস্থ্য হও, এই দোয়া করি l
অনেক সময় শিরার উপর পড়লে এমন হয় . সে ক্ষেত্রে আপনাকে এই ছিদ্র টা বন্ধ করে আবার নতুন করে ফোরাতে হবে .একটা গ্রাম্য কিন্তু খুবই কাজের ওষুধ বলি , শুকনো মরিচের ভেতর সরিষার তেল দিয়ে গরম করুন পরে ওই তেল টা লাগান , দুই দিনে শুকিয়ে যাবে যদি শিরায় না পরে তো. আমি নিজে এই ওষুধ দিয়ে ফল পেয়েছি.