ঘন্টা হিসাবে রিকশা ভাড়া করে ঢাকা শহর চষে বেড়াতে পারেন। মন খারাপ হলে আমি যেখানে যাই সেখানে আপনাকে যেতে বলব কিনা ভাবছি, ঠিক আছে বলেই ফেলি, আমি মন খারাপ হলে শিশু পার্ক যাই। ওখানে বাচ্চাদের অনেক আনন্দ দেখলে আমার মন ভালো হয়ে যায়। মিষ্টি জলের পুকুরে একবালতি নোনা জলের মত আমার খারাপ মন আনন্দের সাথে মিশে যায়। বিশেষ করে ঘোড়ায় চড়ে শিশুরা যখন ঘুরে আর গান হয় "আমাদের দেশটি স্বপ্ন পুরি সাথী মোদের ফুল পরি..." গানটি শুনলেই আমার মন ভালো হয়ে যায়। আপনিও ট্রাই করে দেখতে পারেন।
মন খারাপ হলে চলে যান ঢাকার কোন বস্তিতে বা এমন কোন জায়গায়, যেখানে গেলে দেখবেন, আপনার মত মানুষই মন খারাপ করার বিলাসিতাও দেখাতে পারে না। আবার ঢাকার রাস্তায় রাতে দেখবেন, মাথার উপর ছাদও যোগাড় করার অনেকের সামর্থ্য নেই। তাদেরকে দেখেই আপনি বুঝবেন, আপনি কত ভালো আছেন আর আপনার মন ভালো হয়ে যাবে।
আমার ক্ষেত্রে কাজ করেছে! জানি না আপনার ক্ষেত্রে করবে কিনা :) ১) চিড়িয়াখানা (বানরের খাঁচায় গেলেই টের পাবেন :)) ২) আশুলিয়ায় তুরাগ নদীর ধারে (খোলামেলা জায়গা, বিকেলে অনেক বাতাস) ৩) যে কোনো খোলামেলা পার্ক এ (বাচ্চাদের দুষ্টামি দেখলে মন ভরে যাবে) ৪) যদি আপনার বাসার কাছে নদী থাকে তাহলে তো কথাই নেই (বুড়িগঙ্গা হলে একটা গ্যাস মুখোশ পরে নিতে পারেন)
নিজস্ব যানবাহন থাকলে, চলে আসুন বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়াতে, ড্রাইভ করতে থাকুন মাঝ বরাবর ভালো রাস্তা ধরে |বেশ নির্জন কিছু জায়গা আছে | তবে সেখানে না যাওয়াই নিরাপদ, বসতি পেরিয়ে পাবেন হালকা কোলাহলের খোলা জায়গা, প্রিয় মানুষ কে নিয়ে খোলা প্রান্তর, উত্তাল বাতাস উপভোগ করে আসুন | অথবা খুব কাছের বন্ধু কে নিয়ে যান, উন্মুক্ততায় নিজের মনের কথা উন্মুক্ত করুন, ভালো লাগবে | আমার মত আড্ডাবাজ হলে সব বন্ধু আর মনের মানুষ নিয়ে জম্পেশ লংলাস্টিং আড্ডাও দিতে পারেন | ভুলে যাবেন মনের ব্যথা | তবে বেশি দেরী করবেন না যেন ! সন্ধ্যা নামতেই ফিরে আসবেন কিন্তু ! শুভেচ্ছা রইলো আপনার জন্য !
মন খারাপ যদি ফ্রাইডেতে হয় তাহলে আমি বলব জিয়া উদ্যান চলে যান বিকেল বেলা। ওখানে অনেক প্রকার মানুষ দেখবেন। তাদের মনোভাব দেখলে আপনি এমনিতেই মনের দুঃখ ভুলে যাবেন। এছাড়া অন্যান্য সময় যদি মন খারাপ হয়, তাহলে আপনি ধুমধাড়াক্কা গান শুনতে পারেন। এছাড়া কোনো ব্রিজের উপর গিয়ে পুরো সময়টা উপভোগ করলে মন ভালো হয়ে যাবে।
এত সুন্দর সব উত্তর। কিছুই প্রায় বাকি নাই,একটা মনে আসলো বলি,ঢাকার ভিতরে খুব কাছে কথাও যেতে চাইলে আর সাথে কোনো একটা বন্ধু থাকলে আফতাবনগর (রামপুরা-বনশ্রী সংলগ্ন) যেতে পারেন। হাটতে হাটতে ভিতরে চলে যাবেন একসময় মনে হবে গ্রামের বাড়িতে চলে এসেছেন, একটা ব্রিজ আছে ওটা পার হয়ে আরো সামনে বেশ বড়সর একটা পুকুর (দিঘিও হতে পারে ঠিক সিওর না)আছে ।
বিকেলের দিকে যাবেন সন্ধায় ফিরে আসবেন, এরপর খুব একটা নিরাপদ না।