Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

মনসুর-উল-হাকিম  - ক্ষণস্থায়ী জীবন, . . বেশতো !!

মহাগুরু

"CSE কি EEE থেকে তুলনামূলকভাবে সহজ হবে", এভাবে কখনোই বলা যায় না। "শিখন সহজতার" বিষয়টি সংশ্লিস্টজনের শিক্ষার মান, আগ্রহ, সময়, পরিবেশ ইত্যাদি বহু বিষয়ের উপর নির্ভরশীল। আবার এ ভাবেও বলা যায় যে -শিখনের সব বিষয়ই ঠিকমত জানলে বিষয়টি খুবই সহজ, অন্যথায় খুবই কঠিন। এখানে আপনার ধৈর্য, অধ্যাবসায়, জীবনের লক্ষ সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। math হচ্চে বিজ্ঞানের ভাষা। আপনি বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনো শাখাতেই যান না কেনো math লাগবেই - সে circuit এর math হোক বা algorithm তৈরী করাই হোক। সাধারণভাবে CSE ও EEE-এর মধ্যে মিলই বেশী। সুতরাং কারো জন্য EEE কঠিন মনে হলে CSEও তার জন্য কঠিন হবে। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

মারগুব  স্বপ্নগুলি পূরণ করছি, একটি একটি করে..

মহাগুরু

আমি মনসুর ভাই এর সাথে একমত | কোনো সাবজেক্টই সোজা বা কঠিন নয়, এটি নির্ভর করে ছাত্র্রের আগ্রহের উপর | EEE আর CSE এর মধ্যে বেশ মিল আছে কিন্তু CSE বেশি জোর দেয় কম্পিউটার আর্কিটেকচারের উপর - সার্কিট যে নাই তা নয় কিন্তু যদি ডিজিটাল সার্কিট বেশি কঠিন না লাগে আর প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ থাকে তবে CSE তে স্বাগতম | Maths কম্পিউটারের যেকোনো শাখার জন্য জরুরি - তা সে হোক EEE,CSE অথবা CSC | তাই আমি বলব আগে দেখুন সার্কিট Maths এর কোন জায়গাটাকে নিয়ে সমস্যা এবং কোনো শিক্ষক বা বন্ধু বুঝানোর পর কি সোজা লাগছে? কারণ CSE বা CSC তেও কিন্তু বেশ কঠিন Maths আছে | তাই আগে বুঝতে হবে কেন বিষয় তা কঠিন লাগছে এবং ভালো মত বুঝার চেষ্টা করার পর কি সহজ লাগে নাকি? সহজ লাগলে EEE, CSE আর CSC এর মধ্যে আপনা যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন |


অথবা,