চলছে কাঁঠালের মৌসুম, বাড়িতে সকাল বিকাল কাঁঠাল মুড়ি খাওয়ার ধুম চলছে তবে কাঁঠালের যে বিশাল সাইজ তাতে বাড়িতে সদস্য সংখ্যা কম হলে এক বসায় একটা আস্ত কাঁঠাল সাবাড় করা নেহাতই কঠিন কাজ। পাড়া পড়শীদেড় ভাগ দিয়েও যেন ফুরুতে চায় না আবার কাঁঠালের গন্ধ এমন এক জিনিস যে এয়ার টাইট বক্স করে ফ্রিজে রাখলেও ওর গন্ধ অন্য খাবারে ছড়িয়ে পরে। আর ইদানিং কালের বাচ্চাদের তো বিভিন্ন ফলমূলে এলার্জি, দেখলেই নাক সিটকায়, বিশেষ করে কাঁঠালতো আরো খেতে চায়না। তো এসব ঝামেলা একটা বিশেষ উপায়ে মিটিয়ে দিতে পারে কাঁঠালের বড়া পিঠা। খেতেও তেমন মুখরোচক। সকালে কাঁঠাল মুড়ি আর বিকেলে কাঁঠালের বড়া পিঠা হলে আর কি লাগে।
চলুন শিখিয়ে দেই কাঁঠালের বড়া পিঠার রেসিপি।
বড়া পিঠার উপকরণ : কাঁঠালের রস ১ কাপ, চালের গুঁড়া দেড় কাপ, ডিম ১টি, চিনি আধা কাপ, সায়াবিন তেল ১ কাপ, নারিকেল আধা কাপ।
কাঁঠালের রস যেভাবে করবেন :
কাঁঠালের বিচি ফেলে এক বাটি কাঁঠালের রোয়া নিন।
চালুনের সাহায্যে কাঁঠালের রস বের করুন।
এভাবে পাবেন প্রায় আধা বাটি রস।
যেভাবে পিঠা তৈরি করবেন :
১. তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে নিন।
২. কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট করে গোলা দিয়ে মচমচে করে ভেজে নিন।
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।