কামরাঙ্গা তে এমন একটি উপাদান আছে যা মস্তিষ্কের জন্য বিষ। সাধারণ মানুষ কামরাঙ্গা সেবন করলেও, কিডনী তা শরীর থেকে বের করে দেয়। কিন্তু কিডনী রোগীর দূর্বল কিডনী শরীর থেকে এই বিষ বের করে দিতে অক্ষম। ফলে তা রক্ত থেকে আস্তে আস্তে মস্তিষ্কে প্রবেশ করে বিষক্রিয়া ঘটাতে পারে। লক্ষন হিসেবে দেখা যায় ক্রমাগত হেচকি, দূর্বলতা, মাথা ঘোরানো, বমি, মাথা কাজ না করা, শরীরে মৃগী রোগীর মত অনিয়ন্ত্রিত কাপুনী, কোমা, এমনকি মৃত্যু। কামরাঙ্গা সেবনের পরে কিডনী রোগীর এই ধরণের লক্ষন দেখা দিলে দ্রুত তার hemodialysis এর ব্যবস্থা করতে হবে।
অনেকদিন ধরেই বিজ্ঞানীরা জানতেন যে, কামরাঙ্গা তে কিডনী রোগীর জন্য ক্ষতিকর একটি উপাদান আছে, কিন্তু উপাদানটি কি তা সনাক্ত করতে পারেননি। সম্প্রতি University of São Paulo (Brazil) এর একদল বিজ্ঞানী এই উপাদানটি আলাদা করতে সক্ষম হয়েছেন। তারা উপাদানটির নাম দিয়েছেন, caramboxin। কামরাংগার বৈজ্ঞানিক নাম Carambola হতেই এহেন নামকরণ।
তথ্যসূত্রঃ
http://en.wikipedia.org/wiki/Carambola
http://ndt.oxfordjournals.org/content/18/1/120.full
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15902795
http://phys.org/…/2013-11-sweet-poison-star-fruit-neurotoxi…
যক্ষের ধন কিডনি থাকুক সুরক্ষিত
কিডনি নষ্টের কারণ ১০টি অনিয়ম
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।