Lutfun Nessa:
*নারীস্বাস্থ্য* সার্ভিকাল ক্যানসার: বিশ্বজুড়ে নারীদের ক্যানসারে মৃত্যুর চতুর্থ বড় কারণ সার্ভিকাল ক্যানসার এই বিরাজ এইচএইভি আক্রান্ত রোগীর সাথে যৌন সংশ্রবের একটি গুরুত্বপূর্ণ কারণ ... অতএব সাবধান থাকুন, সচেতন হউন :)
Lutfun Nessa:
*নারীস্বাস্থ্য* স্তন ক্যানসার
২০ থেকে ৫৯ বছরের নারীদের ক্যানসারে মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি নারী মারা যান স্তন ক্যানসারে। একসময় এটা চল্লিশোর্ধ্ব নারীদের সমস্যা বলে ধরে নেওয়া হলেও এখন তরুণীদের স্তন ক্যানসার দেখা যাচ্ছে। সচেতন হউন:)
Lutfun Nessa:
*নারীস্বাস্থ্য* বর্তমান সময়ে এই ছয়টি রোগে নারীরা বেশি আক্রান্ত হন যেমন -জরায়ুর টিউমার হৃদরোগ, স্তন ক্যানসার, সার্ভিকাল ক্যানসার, ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন, বিষাদগ্রস্ততা! তাই সবাইকে অনুরোধ করবো এসকল সমস্যা হলে সত্তর চিকিৎসকের পরামর্শ নিবেন:)