বীরত্বসূচক পদক পাচ্ছে ফ্রান্স পুলিশের একটি কুকুর। ‘ডিজেল’ নামের ৭ বছর বয়সী ওই কুকুরটি ফ্রান্সের সন্ত্রাসবিরোধী এলিট পুলিশ ইউনিট ‘রেইড’-এর সদস্য ছিল। যা সম্প্রতি প্যারিসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা অভিযানে মারা যায়। খবর- বিবিসি’র।
একুশে পদক-২০১৪ ১.ভাষা আন্দোলন> শামসুল হুদা ও বদরুল আলম (মরণোত্তর) ২.শিল্পকলা>সমরজিত্ রায়, রামকানাই দাশ,এস এম সোলায়মান(মরণোত্তর) ও কেরামত মাওলা ৩.সাংবাদিকতা> গোলাম সারওয়ার ৪.গবেষণা> ড.এনামুল হক ৫.ভাষা ও সাহিত্য> জামিল চৌধুরী, বেলাল চৌধুরী, রশীদ হায়দার, বিগ্রদাশ বডুয়া ও আবদুশ শাকুর(মরণোত্তর ৬.শিক্ষা> ড.অনুপম হোসেন ৭.সমাজসেবা> অধ্যাপক ডা: মুজিবুর রহমান
স্বাধীনতা পুরস্কার-২০১৪ ১.স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ> মোহা:আবুল খায়ের(মরণোত্তর) শহীদ মুন্সী কবির উদ্দিন আহমেদ(মরণোত্তর) শহীদ কাজী আজিজুল ইসলাম লে.কর্ণেল (অব) মো. আবু ওসমান চৌধুরী, খায়রুজ্জামান চৌধুরী ,শহীদ এস বি এম মিজানুর রহমান (মরণোত্তর) মোহা: হারিছ আলী(মরণোত্তর)
২.শিক্ষাক্ষেত্র> মো.কামরুজ্জামান(মরণোত্তর)
৩.সংস্কৃতি> শিল্পী কাইয়ুম চেধুরী
৪.কৃষি গবেষণা ও কৃষি উন্নয়ন> বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট